সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন দলের অন্যতম তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সুযোগ পেলেন উমেশ যাদব।যদিও ইতিমধ্যে ট্রোল করা শুরু হয়েছে উমেশ কে নিয়ে। যদিও তার পাশে দাড়ালেন ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া।জানালেন ঘরের মাঠে শেষবার যখন একজন বোলার কম নিয়ে খেলতে নেমেছিলো বিরাটরা। সেই ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন উমেশ যাদব।
ঘরের মাঠে যাদবের বোলিংয়ের কার্যকারীতা অসামান্য। যদিও এই একই পারফরম্যান্স লক্ষ্য করা যায়না বিদেশের মাটিতে।দেশের হয়ে শেষ বার উমেশকে খেলতে দেখা গেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে।সেই ম্যাচ প্রথম ইনিংসে দুই উইকেট নিলেও দ্বিতীয় ইনিংস উইকেটহীন ছিলেন তিনি।
উমেশকে ট্রোল হতে দেখে , আকাশ চোপড়া টুইট করেন, ” যারা উমেশ কে নিয়ে ট্রোল করছে তাদের উদ্দেশ্যে বলবো, নিজের খেলা শেষ হোম টেস্ট ম্যাচে হায়দ্রাবাদের ফ্ল্যাট পিচে দশ উইকেট নিয়েছিলো ও।”
Minor stress fracture in Bumrah's lower back. Major stress for #TeamIndia. He's unfortunately out of the SA Test series. Details about the injury, road to recovery and much more in today's episode of #AakashVani. How much will India miss Bumrah? Let me know in the comments. pic.twitter.com/a2DDmyP5ld
— Aakash Chopra (@cricketaakash) September 25, 2019
১- ১ ফলাফলের মধ্যে দিয়ে নিঃস্পত্তি ভারত- সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ।এরপর আগামী ২ রা অক্টোবর, বিশাখাপত্তনমে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি ( অধিনায়ক ) , অজিঙ্কা রাহানে ( সহ – অধিনায়ক ), মায়াঙ্ক অগ্রবাল,রোহিত শর্মা, চেতশ্বর পুজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ,ঋদ্ধিমান সাহা,অশ্বিন, জাদেজা,কুলদীপ,শামি,উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল।