দেখুন : ক্রিকেট ইতিহাসের অন্যতম অদ্ভুত রান আউট ঘটল বিগ ব্যাশ লিগে, সেলিব্রেশন ছিল দেখার মত 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর যদি কোনও দেশের জনপ্রিয় টি২০ লিগ হয়ে থাকে, তা নিঃসন্দেহে বলা যায় বিগ ব্যাশ লিগকে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এই টি২০ টুর্নামেন্টে ব্যাট ও বলের লড়াই ছাড়াও এমন কিছু মুহুর্ত ঘটে, যা সত্যিই বিশ্বাস করার মত নয়। অবিশ্বাস্য রকমের বিষয় ঘটে সেই লিগে। আর ক্রিকেটের চিরাচরিত নিয়ম নিয়েও সেখানে বেশ গবেষণা করা হয়। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দারুণ এক পটবয়েলার এই বিগ ব্যাশ লিগ।

দেখুন : ক্রিকেট ইতিহাসের অন্যতম অদ্ভুত রান আউট ঘটল বিগ ব্যাশ লিগে, সেলিব্রেশন ছিল দেখার মত 2

কিন্তু এই লিগে গতকাল এমন এক ঘটনা ঘটেছে, যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। এমন একটি রান আউট ঘটল, যা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউই। পার্থ স্কর্চার্স এবং সিডনি থান্ডার্স এর মধ্যেকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। পার্থ স্কর্চার্সের উইকেটকিপার জস ইঙ্গলিস এমন একটি রান আউট করলেন, যাতে ডাইমন্ড ডাকে আউট হলেন সিডনি থান্ডার্সের ব্যাটসম্যান অ্যালেক্স রস।

Perth Scorchers stumper Josh Inglis affects unbelievable run out - WATCH |  Hindustan Times

জেসন বেহরেনডফের বল অনসাইডে ঠেলে দেন সিডনি থান্ডার্সের তারকা ইংরেজ ব্যাটসম্যান স্যাম বিলিংস। আর সেই সময় দুই রান নিতে চেয়েছিলেন অ্যালেক্স রস। কিন্তু জেসন বেহরেনডফ সেই বলটিকে দ্রুত ধরে নেওয়ায় বিলিং মাঝপিচ থেকে ফেরত পাঠান রসকে। তবে বেহরেনডফের বাজে থ্রো আসে উইকেটকিপার জস ইঙ্গলিসের উদ্দেশ্যে, যিনি প্রথমবার বল ধরতে পারেননি। তারপর বলটিকে ঠেলা মারলে বল পিচে স্পিন খেয়ে লাগে উইকেটে, আর সেই সময়েও পৌঁছতে পারেননি অ্যালেক্স রস। আর এই রান আউট দেখে অবাক চোখে তাকিয়ে থাকেন পার্থের ফিল্ডার জেসন রয়।

আর এর জেরে ডায়মন্ড ডাকে আউট হন অ্যালেক্স রস। ডায়মন্ড ডাকের অর্থ একটি বলও না খেলে শূন্য রানে আউট ওয়া।  যদিও ম্যাচটি ১৭ রানে জেতে সিডনি থান্ডার্স, সৌজন্যে স্যাম বিলিংসের দুরন্ত ৪৮ বলে ৮৩ রানের ইনিংস। আর এই জয়ের জেরে বিগ ব্যাশের লিগ তালিকায় শীর্ষস্থানে থেকে যায় সিডনি থান্ডার্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *