অ্যাডিলেড টেস্টে কার্যত ভদ্র ভঙ্গিতে খেলা হলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্ট থেকে শুরু হয় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ। টেস্ট ক্রিকেটে স্লেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অস্ট্রেলিয়া সেটিতে সিদ্ধহস্ত। একাধিক বার তারা স্লেজিং এর মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করে থাকেন অসিরা। কিন্তু এই ভারতীয় দল সেই স্লেজিং এর পালটা দিতে জানে।
আর এবার সিডনিতে অব্যাহত রইল দুই দলের মধ্যেকার বাকযুদ্ধ। এদিন অস্ট্রেলিয়াকে অল আউট করে ভারত ব্যাট করতে নামে, ওপেনার হিসেবে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। আর সেই সময় তৃতীয় ওভারে তরুণ ওপেনার শুভমন গিলের মানসিক ধৈর্য ভাঙার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে, কিন্তু সেই প্রয়াসের দারুণ জবাব দেন গিল।
ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে ব্যাট করেন শুভমন গিল। আর সেই সময় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মার্নাস লাবুশানে গিলকে জিজ্ঞাসা করেন, “পছন্দের খেলোয়াড়? কে তোমার পছন্দের খেলোয়াড়?” আর সেই সময় এর জবাবে শুভমন গিল বলেন, “আমি তোমায় ম্যাচের পর বলব।” কিন্তু তা সত্ত্বেও দমে যাননি লাবুশানে, আবারও তিনি এই প্রশ্নটি খোঁচা দিয়ে বলেন গিলকে, “ম্যাচের পরে? শচিন? নাকি বিরাট?”
Marnus just wants to know who Gill's favourite player is! 😂 #AUSvIND pic.twitter.com/VvW7MixbQR
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
সব মিলিয়ে বেশ টানটান পরিস্থিতিতে ম্যাচ চলছে, আর এমন খুনসুটি তো চলতেই থাকবে। এই রিপোর্ট লেখার সময় ভারতের স্কোর ২৪.৪ ওভারে ৬১/০। ব্যাট করছিলেন রোহিত শর্মা ২৪ (৭১) এবং শুভমন গিল ৩১ (৭৮)।