দেখুন : তরুণ যশস্বী জয়সওয়ালকে হুঁশিয়ারি দিলেন কামব্যাক করা শ্রীশন্থ, পেলেন যোগ্য জবাব 1

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি যেন আবারও মূলধারার ক্রিকেটে ফিরে আসার মঞ্চ হিসেবে গড়ে উঠেছেন শান্তাকুমারন শ্রীশন্থের জন্য। দুই বারের বিশ্বকাপজয়ী এই অভিজ্ঞ পেসার দীর্ঘ নির্বাসন কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে মরিয়া। সেই কারণে নিজের রাজ্য কেরালার হয়ে ভালো পারফর্মেন্স করতে মরিয়া শ্রীশন্থ। প্রথম ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে দারুণ পারফর্মেন্সের পর শ্রীশন্থের সামনে বড় চ্যালেঞ্জ ছিল শক্তিশালী মুম্বই।

Syed Mushtaq Ali Trophy 2020-21, Kerala vs Mumbai: Fall of wickets

প্রতিপক্ষ মুম্বই দলে রয়েছে তারকার সমাহার। যশস্বী জয়সওয়াল, আদিত্য তারে, সূর্যকুমার যাদবের মত দুরন্ত ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে বেশ নজর কেড়ে নিতে শ্রীশন্থ, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ম্যাচে বেশ মার খান শ্রীশন্থ। যদিও আবারও নিজের আগ্রাসী মনোভাবের প্রদর্শন দেখালেন শ্রীশন্থ, আর তা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই আগ্রাসনের যোগ্য জবাবও পেয়েছেন তিনি।

MUM vs KER Syed Mushtaq Ali Trophy Dream11 Prediction Today: Fantasy  cricket tips for Mumbai vs Kerala | Cricket News

ম্যাচের ষষ্ঠ ওভারের প্রথম বলে অফ স্টাম্পে লেংথ বল দেন শ্রীশন্থ, যা এগিয়ে এসে মারতে গিয়ে মিস করেন মুম্বইয়ের ওপেনার যশস্বী জয়সওয়াল। আর তারপর ফলো থ্রুতে তরুণ যশস্বীর দিকে আগ্রাসী নজর রাখেন ৩৭ বছরের পেসার শ্রীশন্থ। কিন্তু সেই আগ্রাসন যেন কিছুটা ব্যাকফায়ার করেছিল শ্রীশন্থের উপর। এরপর আগ্রাসী মেজাজে চলে যান যশস্বী জয়সওয়াল। শ্রীশন্থের পরপর তিন বলে যথাক্রমে ছয়, ছয় ও চার মারেন যশস্বী।

সেই ম্যাচে অত্যন্ত খারাপ পারফর্মেন্স করেন শ্রীশন্থ। চার ওভারে ৪৭ রান দিয়ে বসেছিলেন তিনি। যদিও ম্যাচটি অনায়াসে জিতে যায় কেরালা, সৌজন্যে তরুণ ওপেনার মহম্মদ আজহারউদ্দিনের দুর্দান্ত শতরান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *