চলতি টেস্ট সিরিজে সব থেকে বড় প্রশ্ন হিসেবে উঠে এসেছিল কোন বিষয়টি বেশি জরুরি, স্পেশালিস্ট উইকেটকিপার, নাকি এমন উইকেটকিপার যিনি ব্যাট করতে পারেন? ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকে নিয়ে এই আলোচনা বেশ চলেছে এই সিরিজের মধ্যে। একদিকে প্রথম টেস্টে গ্লাভস হাতে বেশ ভালো পারফর্ম করলেও ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ঋদ্ধিমান সাহা, অন্যদিকে ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে থাকলেও উইকেটের পিছনে বেশ হতশ্রী পারফর্মেন্স ঋষভ পন্থ। এই অবস্থায় বেশ দোটানায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
আর এখানেই প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনির পর এই গুরুদায়িত্বটি কে নেবেন? ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে উঠলেও এই প্রতিদ্বন্দ্বিতায় আরও একজন এসে হাজির হয়েছেন। তিনি হলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা। এতদিন ব্যাট হাতে প্রতিপক্ষকে একেবারে দুরমুশ করে দিতেন রোহিত। চোট সারিয়ে এসে সিডনি টেস্ট ব্যাট হাতে বেশ ভালো খেলেছিলেন রোহিত। আর এই টেস্ট ম্যাচে নিজের বাকি প্রতিভাগুলিকে ঝালিয়ে নিলেন রোহিত। চলতি টেস্টের প্রথম দিন নভদীপ সাইনির চোটের জেরে বল হাতে নেমে পড়েছিলেন রোহিত, আর এদিন সব কিছুকে ছাড়িয় গেলেন হিটম্যান।
ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ওভারের মাঝে ভারতীয় দলের ফিজিও আসেন ঋষভ পন্থকে দেখতে। আর সেই সময় ঋষভের উইকেটকিপিং গ্লাভস হাতে নিয়ে নেন রোহিত শর্মা। এমনকি, সেই গ্লাভস নিয়ে ক্যাচ প্র্যাক্টিসও করেন হিটম্যান। ফলে বলাই বাহুল্য, মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে গ্লাভস হাতে নিজের পরিচয় দিতে চান রোহিত শর্মা।
Those who missed Here it is 😍 pic.twitter.com/BilSvIZzgz
— ً (@being_pranav_) January 16, 2021
এই রিপোর্টটি লেখার সময় ভারতের স্কোর ৪.২ ওভারে ১১/০। ব্যাট করছিলেন রোহিত শর্মা ৪ (১৭) এবং শুভমন গিল ৭ (৯)।