চোট আঘাতে জেরবার টিম ইন্ডিয়া যেন একটি মিনি হাসপাতালে পরিণত হয়েছে। আর এর প্রভাব সব থেকে বেশি পড়েছে বোলারদের উপর। ইশান্ত শর্মা থেকে শুরু করে সফর চলাকালীন মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা – সকলেই চোটে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় একপ্রকার অনভিজ্ঞ ভারতীয় বোলিং লাইন আপ নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া, যার মধ্যে সব থেকে অভিজ্ঞ হলেন মহম্মদ সিরাজ, যিনি এই সিরিজেই অভিষেক করেছেন এবং দুটি টেস্ট খেলেছেন।
এই অবস্থায় অস্ট্রেলিয়ার তারকা বোলিং লাইন আপের বিরুদ্ধে ভারতের বোলিং শক্তি অনেকটাই অনভিজ্ঞ। এই অবস্থায় আরও বড় সমস্যা হয়ে গেল নভদীপ সাইনির চোট। ইনিংসের ৩৬ তম ওভার বল করতে এসেছিলেন নভদীপ সাইনি। সেই ওভারের পঞ্চম বল করার পর হঠাতই মাটিতে শুয়ে পড়েন সাইনি। ফলো থ্রুতেই বেশ অস্বস্তি হচ্ছিল সাইনি। শুয়ে পড়ে নিজের থাইয়ের অংশে বেশ যন্ত্রণা পাচ্ছিলেন সাইনি। সেই সময় দলের ফিজিও এসে দেখেন নভদীপ সাইনিকে, খানিক সুশ্রুষা করার পরেও কোনও লাভ হয়নি। আর তাঁর জেরে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নভদীপ সাইনি।
#GabbaTest Navdeep Saini is also injured 🤨 .
After 1st day of 4th Test , I think only two players will be left i.e. Pujara and Ajinkya Rahane 😭 . pic.twitter.com/Anjc0qWt0H— Abhi ke Abhi (@mard_tweetwala) January 15, 2021
এই অবস্থায় সকলের মনে প্রশ্ন ছিল, কে করবেন ওভারের শেষ বল। এমন সময় স্লিপ থেকে টুপি খুলে এগিয়ে আসেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। এবং এসে মিডিয়াম পেসে বোলিং করলেন একটি বল, যা থেকে আসে স্রেফ একটি রান। আর এই দৃশ্য দেখে কার্যত আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ কয়েক বছর পর আবারও বল হাতে নেমে পড়লেন ভারতের সহ অধিনায়ক। আর তাঁর বোলিং দেখে বেশ চনমনেই লাগল। আশা করাই যায় তিনি আগামীকালও বল হাতে নেমে পড়বেন।
Rohit Sharma as medium pacer pic.twitter.com/jq33vMIsdm
— Cricketopia (@CricketopiaCom) January 15, 2021
যদিও নিজের কেরিয়ারের শুরুতে পার্ট টাইম অফ স্পিন করতেন রোহিত শর্মা। টেস্টে দুটি, ওয়ানডেতে আটটি এবং টি২০ ক্রিকেটে একটি উইকেট রয়েছে রোহিত শর্মার নামে। এমনকি, ২০০৯ সালের আইপিএল যখন ডেকান চার্জার্স (বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ) দলে খেলতেন রোহিত, তখন নিজের বর্তমান টিম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিকও নিয়েছেন রোহিত। ফলে বল হাতে তিনি যথেষ্টই অভিজ্ঞ, তা বলাই যায়।