সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাটা পিচে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করেছেন ভারতীয় বোলাররা। বৃষ্টিতে বিঘ্নিত হওয়ার আগে সুপারস্টার অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত থাকে।
Classy shot! #AUSvIND pic.twitter.com/VhZQk8loYF
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
কিন্তু ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর বেশ ভালোমত ইনিংসটিকে ধরেন অভিষেক হওয়া ওপেনার উইল পুকোভস্কি এবং তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। রান রেট কমলেও দুজনেই বেশ সেট ছিলেন। এই অবস্থায় উইল পুকোভস্কির পরপর দুটি ক্যাচ মিস করে ভারতীয় দলের মোমেন্টামকে নষ্ট করে দেন ঋষভ পন্থ।
Play resumes! Glory, glory hallelujah!
Watch #AUSvIND on @FoxCricket, @7Cricket and @kayosports: https://t.co/xdDaedY10F pic.twitter.com/VrkISO9IIY
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
ইনিংসের ২১ নম্বর ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইল পুকোভস্কির ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ওভারের শেষ বলে পুকোভস্কির দিকে গুড লেংথে বাইরের দিকে বল রাখেন অশ্বিন। পুকোভস্কি টার্নের উদ্দেশ্যে বলটিকে খেলতে যান, কিন্তু বলটি সোজা হয়ে যায়, যার জেরে বাইরে কিনারা লাগে। কিন্তু সেই ক্যাচ ধরতে অক্ষম হয় ঋষভ পন্থ। আর সেই ক্যাচ মিস হতে দেখে বেশ বিরক্ত প্রকাশ করেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
Pant gives Puc a life! #AUSvIND pic.twitter.com/PwhpHuJI4D
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
এরপর ২৪ নম্বর ওভারে আবারও উইল পুকোভস্কির ক্যাচ মিস করেন ঋষভ পন্থ। ওভারের শেষ বলে পুকোভস্কির উদ্দেশ্যে শর্ট বল দেন সিরাজ, যা তাঁর গ্লাভসে লেগে উপরে উঠে যায়। এরপর পিছনের দিকে দৌড়ে কোনওরকমে সেটিকে ধরার চেষ্টা করেন পন্থ। সেই সময় আম্পায়ার আউট দিলেও বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠায়, সেখানে দেখা যায়, ঋষভ পন্থের গ্লাভস থেকে প্রথমে পড়ে যায় বলটি, আর তারপর দ্বিতীয় প্রয়াসে বলটি ধরতে গিয়ে মাটিতে লেগে যায় তা। যার ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে পুকোভস্কিকে নট আউট দেন অন ফিল্ড আম্পায়ার।
A rollercoaster of emotions for Will Pucovski! Initially given out, but on closer inspection he's recalled to the crease! #OhWhatAFeeling@Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/WgT5lCRjAE
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
এই রিপোর্টটি লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ৩১ ওভারে ৯৩/১। ব্যাট করছিলেন উইল পুকোভস্কি ৫৪ (১০০) এবং মার্নাস লাবুশানে ৩৪ (৭৮)।