দেখুন : ভয়ঙ্কর মেজাজে গড়ে ওঠা অস্ট্রেলিয়ার ইনিংসকে জোড়া ধাক্কায় থামিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা 1

প্রথম দিনের শুরুতে ভারতীয় বোলাররা বেশ চাপ তৈরি করলেও দিনের শেষটা ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার অধীনে। যে ভঙ্গিতে গতকাল ব্যাট করেছিলেন মার্নাস লাবুশানে, তা সত্যিই অসাধারণ। এদিকে অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টের দুঃসহ স্মৃতি ভুলে একেবারে ওয়ানডে ক্রিকেটের মেজাজে গতকাল ব্যাট করছিলেন স্টিভ স্মিথ। দিনের শেষে অস্ট্রেলিয়ার এই দুই সুপারস্টার ক্রিকেটার একেবারে ক্রিজে জমে গিয়েছিলেন এবং আশঙ্কা করা হচ্ছিল, দ্বিতীয় দিনে বেশ বড় পার্টনারশিপ গড়ে তুলবেন তারা।

Image

আর আশঙ্কা অনুযায়ী তাই হয়েছে। এদিন সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে শুরু করেছিলেন মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ। মনে হচ্ছিল, যেন এই দুই ক্রিকেটারকে আউট করা বেশ মুশকিল হবে। এক দিকে নিজের অর্ধশতরান পুরণ করেছিলেন স্টিভ স্মিথ, অন্যদিকে সেই সময় ৯০ এর ঘরে ব্যাট করছিলেন মার্নাস লাবুশানে। কিন্তু এমন সময় হাজির হন ভারতের তুরুপের তাস রবীন্দ্র জাদেজা। দুর্দান্ত চালে পর পর দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বড় ইনিংসের স্বপ্নকে কার্যত ধাক্কা মেরে দিলেন বাঁ হাতি এই স্পিনার। প্রথমে মার্নাস লাবুশানে, এবং পরে বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে আউট করে ভারতকে অক্সিজেন এনে দেন জাদেজা।

Image

ইনিংসের ৭০ তম ওভার বল করছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় ৯১ রানে ব্যাট করছিলেন মার্নাস লাবুশানে। ওভারের পঞ্চম বলে কিছুটা শর্ট বল দিয়ে ফেলেন জাদেজা। ফোর্থ স্টাম্পে আসা সেই বল মার্নাস ব্যাকফুটে পাঞ্চ করতে গেলে বলটি বাইরের দিকে ঘুরে যায়। যার ফলে ব্যাটের বাইরের কিনারা লাগে এবং প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা অধিনায়ক অজিঙ্ক রাহানে বেশ ভালো ক্যাচ ধরেন। অত্যন্ত দ্রুতগতির সাথে বলটি আসছিল রাহানের কাছে, কিন্তু স্লিপে তিনি অত্যন্ত ভরসাযোগ্য এবং এই সব ক্যাচ সচরাচর মিস করেন না। ১৯৬ বল খেলে নিজের শতরান হাতছাড়া করেন লাবুশানে।

এদিকে স্টিভ স্মিথের সাথে একটি ভালো পার্টনারশিপ গড়ে তুলছিলেন ম্যাথু ওয়েড। কিন্তু ওয়েডকেও তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ঝটকা দেন জাদেজা। ইনিংসের ৭৬ নম্বর ওভারের পঞ্চম বলে জাদেজা একটি লেংথ বল করেন, য লেগ সাইডের দিকে মারতে যান ওয়েড। সেই মত ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লেগ সাইডের দিকে আক্রমণাত্মক শট মারেন ওয়েড। কিন্তু তা ব্যাটের কিনারায় লেগে মিড অনে দাঁড়িয়ে থাকা জসপ্রীত বুমরাহের হাতে ক্যাচ চলে যায়। ১৬ বলে মাত্র ১৩ করে আউট হন ওয়েড।

এই রিপোর্টটি লেখার সময় লাঞ্চের বিরতি চলছে। ৮৪.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৪৯/৫। ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ৭৬ (১৫৯)। শূন্য রানে ক্যামেরন গ্রিনের আউট হওয়ার পরেই লাঞ্চের বিরতি ডাকা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *