বক্সিং ডে টেস্টের প্রথম দিনে বেশ রোমাঞ্চকর ক্রিকেটের স্বাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে থরহরিকম্প ধরিয়ে দিয়েছে ভারতের বোলাররা। মহম্মদ শামির অনুপস্থিতিতে দুরন্ত পারফর্ম করলেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে বেশ আগ্রাসী ক্যাপ্টেনসি করছেন। আর এর ফলে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে আপাতত অ্যাডভান্টেজে রয়েছে ভারত।
কিন্তু শুরুতে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ অসি ওপেনার জো বার্নসকে তুলে নিলেও অপরদিক থেকে ক্রমশই বিপদজনক হয়ে উঠছিলেন ম্যাথু ওয়েড। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান এক সময় ক্রমশ সেট হয়ে গিয়েছিলেন ক্রিজে। মনে হচ্ছিল, এই ম্যাচে বড় স্কোর করবেনই তিনি। কিন্তু উইকেটের পিছন থেকে ঋষভ পন্থ চাললেন এমন চাল, যাতে পুরো কিস্তিমাত হয়ে গেলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
ইনিংসের ১৩ নম্বর ওভার বল করতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সময় ৩০ রান করে বেশ সেট হয়ে গিয়েছিলেন ওয়েড। এই অবস্থায় উইকেটের পিছন থেকে অশ্বিনের উদ্দেশ্যে হিন্দিতে কিছু বলেন ঋষভ পন্থ। আর তারপরেই ম্যাথু ওয়েড ক্যাচ দিয়ে বসেন রবীন্দ্র জাদেজার কাছে। টুইটারে এক নেটিজেন একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে পন্থ হিন্দিতে অশ্বিনকে বলছেন, “অন্দর হি রাখনা, ইয়ে মারেঙ্গা।” যার বাংলা সারমর্ম করলে বোঝায়, “ভেতরেই বল করো, ও মারবে।”
Translation: Keep it inside(stumps), he will try to hit!
And the next ball Wade hits in the air!
Rishabh Pant 🔥 https://t.co/rXGfRaXu07 pic.twitter.com/Sdm1im19Id— Varchie (@Naniricci45) December 26, 2020
আর তারপরেই ফ্লাইটেড ডেলিভারি দেন অশ্বিন ওয়েডকে, যা সামলাতে না পেরে ক্রিজ ছেড়ে মারতে যান ওয়েড। কিন্তু ঠিকমত মারতে না পেরে বল ওঠে আকাশে, আর সেখানে এক সাথে শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা ক্যাচের জন্য আসেন। শেষ অবধি জাদেজা সহজেই ক্যাচটি ধরে নেন, আর তারপরেই ম্যাচের মোড় ঘুরে যায় বলা চলে। তার কিছুক্ষণ বাদেই শূন্য করে অশ্বিনের বলে আউট হন স্টিভ স্মিথ।
গত সফরেও শিরোনামে চলে এসেছিলেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। ব্যাট হাতে দুটি শতরান করার জন্য তো বটেই, কিন্তু উইকেটের পিছনে যেভাবে তিনি অসি ব্যাটসম্যানদের স্লেজ করেছেন, তা আজও জনপ্রিয়। সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে সেটি যখন ঋষভ পন্থ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে টেম্পোরারি ক্যাপ্টেন হিসেবে উদ্ধৃত করেছিলেন। আর তারপরেই কথার যুদ্ধ জমেছিল ভালোই।