দেখুন : অসাধারণ মেজাজে দুর্ধর্ষ ক্যামিও ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া, অবাক হলেন প্রতিপক্ষরাও 1

চলতি টেস্ট সিরিজে চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া হয়ত মিস করছেন তারকা পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। যেভাবে দুর্ধর্ষ ভঙ্গিতে তিনি ব্যাট হাতে কার্যকরী ছিলেন সীমিত ওভারের সিরিজে, তাতে এই টেস্ট সিরিজে হার্দিককে খেলালে লাভবান হত টিম ইন্ডিয়া। কিন্তু পিঠের চোটের জন্য বোলিং করতে পারছেন না হার্দিক, যার জেরে টেস্ট দলে সুযোগ পাননি হার্দিক।

দেখুন : অসাধারণ মেজাজে দুর্ধর্ষ ক্যামিও ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া, অবাক হলেন প্রতিপক্ষরাও 2

আর এই অবস্থায় হার্দিক পান্ডিয়া কতটা ভয়ঙ্কর হতে পারেন, সে নিয়ে সন্দেহ নেই। এই অবস্থায় আমরা দেখে নিই ২০১৮ সালের আয়ারল্যান্ড সফরের একটি দুরন্ত ইনিংস। সেই সফরের টি২০ সিরিজের একটি ম্যাচে দুর্দান্ত একটি ক্যামিও ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে কে এল রাহুল ও সুরেশ রায়না অর্ধশতরান করেছিলেন, আর তাঁর জেরে বেশ বড় রান তোলার পথে ছিল টিম ইন্ডিয়া। এই অবস্থায় শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়া মাত্র ৯ বলে ৩২ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। আর তাঁর জেরে ২০০ রানের গন্ডি পেরোয় টিম ইন্ডিয়া।

প্রথম দুই বলে মাত্র এক রান করেছিলেন হার্দিক। কিন্তু তারপর থেকে চার ও ছয়ের বন্যা বইয়ে দিয়েছিলেন ডাবলিনে। চারটি ছয় ও একটি চার মেরে ভারতকে ২১৩ রানে নিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছিলেন আইরিশ ক্রিকেটাররা। আর তারপর স্পিন জুটি যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের জাদুতে মাত হয় আয়ারল্যান্ড। মাত্র ৭০ রানে অল আউট হয়ে যায় তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *