ব্রিসবেনে চতুর্থ টেস্টটি বেশ হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছেছে তা বলাই যায়। এক সময় মনে হচ্ছিল, চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৬৯ রান করার পর ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডারকে ভেঙে বড় লিড নেওয়ার আশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুই নবাগত বোলার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের শতরানের পার্টনারশিপে ভর করে ম্যাচে ফেরে ভারত। যদিও ৩৩ রানের লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া।
আর এই অবস্থায় শুরু থেকেই বেশ দাপটের সাথে খেলছিল অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্কাস হ্যারিস। দুজনে মিলে প্রথম উইকেটে ৮৯ রান তোলে, আর এর ফলে বোঝা যাচ্ছিল, বেশ বড় রানের লক্ষ্যমাত্রা দেওয়া হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু কিছু ডেলিভারির ব্যবধানে দুই অসি ওপেনারকেই বিদায় জানিয়েছে ভারতীয় বোলাররা। ফলে আবারও ম্যাচে ফিরে আসে তারা।
Harris and Warner have started day four in top shape!
Live #AUSvIND: https://t.co/IzttOVL3j4 pic.twitter.com/6xhKQ6flaI
— cricket.com.au (@cricketcomau) January 17, 2021
চোট সারিয়ে ফেরার পর থেকে সেভাবে ভালো খেলতে পারছিলেন না অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্রিসবেনে চতুর্থ দিনে অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে খেলছিলেন ওয়ার্নার। ছয়টি বাউন্ডারি মেরে ৭৫ বলে ৪৮ করেন ওয়ার্নার। কিন্তু একটি দুর্দান্ত ডেলিভারিতে ওয়ার্নারকে আউট করেন তরুণ অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে অর্ধশতরান করার পর এবার বল হাতে আটকে দিলেন ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান।
Two quick wickets for India – Warner gone lbw to Sundar #AUSvIND pic.twitter.com/WF97xA9CUk
— cricket.com.au (@cricketcomau) January 18, 2021
ইনিংসের ২৫ নম্বর ওভারের শেষ বলে অফ স্টাম্পের একটু বাইরে বল রাখেন সুন্দর, আর তা পিচে পড়ে সোজা হয়ে যায়। ওয়ার্নার সেটিকে ব্যাক ফুটে খেলতে যান কিন্তু তা মিস করে ফেলেন, যার জেরে বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার সেটিকে আউট বলে ঘোষণা করেন। এরপর রিভিউ নেন ওয়ার্নার, আর তাতে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত একেবারে সঠিক এবং অস্ট্রেলিয়া তাদের একটি রিভিউ নষ্ট করে ফেলে।
LBW! Warner falls two runs shy of his half-century.
Live #AUSvIND: https://t.co/IzttOVL3j4 pic.twitter.com/ox5z84JJRr
— cricket.com.au (@cricketcomau) January 18, 2021
এই রিপোর্ট লেখার সময় লাঞ্চ বিরতি চলছে। অস্ট্রেলিয়ার স্কোর ৪১ ওভারে ১৪৯/৪। ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ২৮ (৩৮) এবং ক্যামেরন গ্রিন ৪ (২৮)। ১৮২ রানের লিড নিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।