যদি পন্থ ফিট না হয় তো এই খেলোয়াড় করবেন দিল্লির ক্যাপ্টেনসি, সৌরভ গাঙ্গুলি করলেন কনফার্ম !! 1

আর মাত্র কয়েক মাস, তারপরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ আইপিএল (IPL 2024)। আইপিএলে এবার কামব্যাক করতে চলেছেন ঋষভ (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি গভীর রাতে দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি একাই ড্রাইভ করছিলেন তিনি, তবে গাড়ি চালাতে চালাতে তার চোখ লেগে আসে, যখন তার ঘুম ভাঙে তখন তার গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়, সাথে সাথেই তার গাড়িতে আগুন লেগে যায়, হাসপাতালে ভর্তি করার পর জানা যায় লিগামেন্ট ছিড়ে গিয়ে পন্থের।

আরও পড়ুন | IPL 2024: নতুন মরশুমে আরও শক্তিশালী হচ্ছে RCB, ট্রেড করে কেকেআর থেকে নিচ্ছে আন্দ্রে রাসেলকে !!

আইপিএলে কামব্যাক করবেন পন্থ

Rishabh Pant, ipl 2024
Rishabh Pant

এরপর থেকে দলের বাইরেই রয়েছেন তিনি। বর্তমানে NCA’তে তিনি খুবই প্রশিক্ষণ নিচ্ছেন দলে জলদি ফিরে আসার জন্য। পাশাপাশি আসন্ন নিলামের আগে আইপিএল ২০২৪ (IPL 2024) এর দিল্লি দলের প্রথম রিটেন প্লেয়ার ছিলেন পন্থ, এমনকি আসন্ন আইপিএলে তিনিই নেতৃত্ব দেবেন। তবে যদি তা না হয় তাহলে দলকে নেতৃত্ব দেবেন অন্য এক তারকা। মূলত, ২০২৩ আইপিএলে পন্থের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ক্যাপ্টেন হিসাবে হায়দ্রাবাদ দলকে ২০১৬ সালে আইপিএল ট্রফি জিতেছেন ওয়ার্নার।

ওয়ার্নারের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব

David Warner, ipl 2024
David Warner | Image: Getty Images

গত সিজিনের কথা বলতে গেলে, বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল দিল্লি দলকে। ১৪ ম্যাচে ৫ জয় নিয়ে নবম স্থানে দিল্লিকে শেষ করতে হয়েছিল। যদিও ব্যাট হাতে অসাধারণ ছিলেন ওয়ার্নার, তবে ম্যাচ জিততে ব্যার্থ হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন ঋষভ (Rishabh Pant)। শুধু ব্যাটিং করতেই দেখা যাবে পন্থকে, এই অবস্থায় পন্থ মাঠের মধ্যে না থাকলে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। এই পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলি ডেভিড ওয়ার্নারকে (David Warner) আবার দায়িত্ব তুলে দেবেন। ব্যাট হাতে ওয়ার্নার আইপিএলে ১৭৬ ম্যাচে ৪১.৫৪ গড়ে ৬৩৯৭ রান করেছেন। অন্যদিকে পন্থ ৯৮ ম্যাচে ৩৪.৬১ গড়ে ও ১৪৭.৯৭  স্ট্রাইক রেটে ২৮৩৮ রান বানিয়েছেন।

আরও পড়ুন | IPL 2024: ভারত থেকে সরছে আসন্ন IPL, আয়োজনের দৌড়ে এগিয়ে এই দেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *