নিজের মত করেই দাদা'র জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন বীরেন্দ্র সেহবাগ 1
Getty Images

যখন কোনো ক্রিকেটারের জন্মদিন আসে তখন বীরেন্দ্র সেহবাগের মত করে কেউ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেনা, এই জায়গায় কেউ বীরেন্দ্র সেহবাগকে কখনো হারাতে পারেনি। যখন তার সহকর্মী কোনো ক্রিকেটারের জন্মদিন আসে তখন সেহবাগ সবার থেকে ভিন্নভাবে ও মজা করে শুভেচ্ছা জানাতে পছন্দ করেন। তার শুভেচ্ছা বার্তা সবসময় ভিন্ন হয়। আজ ৮ই জুলাই, ভারত ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলীর ৪৬ তম জন্মদিন।তাঁর এই জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিভিন্ন ধরনের শুভেচ্ছা পাচ্ছেন দাদা।

তবে একটু ভিন্ন ভাবেই শুভেচ্ছা জানান ভারতের লিজেন্ডারি সাবেক ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে আজ সকালে শুভেচ্ছা জানান তিনি। চলুন দেখে নিই তাঁর বার্তাটি

এদিকে, সৌরভ গাঙ্গুলী ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা কয়েকজন ক্রিকেটারের মধ্যে একজন। এই প্রাক্তন অধিনায়ক একাই ভারত টিমের হাল ধরেছিলেন ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত। এই সময়ে ভারত অনেক ইতিহাস রচনা করেছে, একের পর এক পরাশক্তি কে হারিয়ে একটা পরিপূর্ণ টিমে পরিণত হয়েছে। ভারত ক্রিকেট টিমে দাদার অবদান অপরিসীম। তার এই অবদানের বর্ণনা করা শেষ করা যাবেনা। একসময় ভারতের অনেক তারকা ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত হলেও তিনিই একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হয়েও এই পথে পা বাড়ান নি, বরং সবাই কে দেখিয়ে দিয়েছেন কিভাবে কর্তব্যের সাথে দায়িত্ব পালন করতে হয়। মহারাজা কে ভারত সবসময় স্মরণ করে রাখবে, তার দায়িত্ব, তার ক্যাপ্টেন্সি, তার উদারতা, তিনি অগণিত তরুণ ক্রিকেটারের আইডল।

এইসব কখনোই তাকে ভুলতে দিবেনা। তার অধীনে ভারত ক্রিকেট টিম পেয়েছে নতুন দিশা, ২০০৩ সালের বিশ্বকাপে তার দায়িত্বে ও পারফরমেন্সে যুব টিম নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলে যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেবা ট্রফি জিতা হয়নি। তিনি ভারতের জন্য যা যা করেছেন তার কোনো তুলনা নেই, শুধু ভারতেই না বরং পুরো ক্রিকেট বিশ্বেই তাকে সম্মান করে। তিনি শুধু ভারতের মহারাজা নন, তিনি ক্রিকেট দুনিয়ার মহারাজা। দায়িত্ব থেকেও কিভাবে ভাল পারফরমেন্স করা যায়, কিভাবে দলকে এগিয়েনিয়ে যাওয়া যায়, তার স্পষ্ট উদাহরণ তিনি।

নিজের মত করেই দাদা'র জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন বীরেন্দ্র সেহবাগ 2

মহারাজা, আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ হাজারের উপরে রান আছে তার। ১১৩ টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৭২১৩ রান ও ৩১১ টি একদিনের ম্যাচ খেলে করেছেন ১১৩৬৩ রান। তার অধীনেই গড়া ভারত ক্রিকেট টিম আজ সেরা টিমে পরিণত হয়েছে, সব ফরম্যাটেই তাদের বাজিমাত, তাহলে এই টিমের কারিগর মহারাজা অবশ্যই ভারতের সর্বকালের সেরাদের একজন। শুভ জন্মদিন সৌরভ চন্দিদাস গাঙ্গুলী।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *