দাবাঙ্গ সুনীল গাভাষ্কারের ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেহবাগ 1
Getty Images

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ, তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো যেন একই সুতোয় গাঁথা। পরিস্থিতি যেমনই হোক না কেন এই প্রাক্তন ব্যাটসম্যান সব সময়ই বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনে এমন সব শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন যা পড়ে ভক্তদের মুখে চওড়া বাঁকা হাসি ফুটে উঠে।

টুইটারের রাজা হিসেবে সকলের কাছে পরিচিত, বীরেন্দ্র সেহবাগ তার অনন্য এবং বিস্ময়কর টুইটগুলি দিয়ে টুইটারে সবাইকে নির্মল বিনোদন দিয়ে থাকেন। শব্দ নিয়ে খেলা করা দক্ষতা  ও টুইট করার সময বুদ্ধির ব্যবহার সেহবাগকে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে অনেক জনপ্রিয় করে তুলেছে। এর পুরোটাই শুরু হয়েছিল ক্রিকেটারদের জন্মদিনে মজার মজার শুভেচ্ছা বার্তা টুইট করা মাধ্যমে।

দাবাঙ্গ সুনীল গাভাষ্কারের ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সেহবাগ 2

যাই হোক, সাম্প্রতিক সময়ে এই বেপরোয়া ওপেনারের থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাষ্কার। এই ভারতীয় অধিবায়ক জুলাই মাসের ১০ তারিখে ৬৯ বছর বয়সে পদার্পণ করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর জন্মদিনে চারিদিক থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। তবে এত শুভেচ্ছা বার্তার মধ্যে আবারো বীরেন্দ্র সেহবাগের টুইট টিই সবার নজর কেড়েছে। চলুন এক নজরে দেখে নিই শুভেচ্ছা বার্তার টুইটে কি লিখেছিলেন শেবাগ-

“Today, #SunnySideUp ,for a man who taught a- not very high on confidence generation , ‘Fusfusana Band-India bano Dabanng’. He was truly a Dabanng for his courage to face bowlers who looked like killing you,without any fear and protective gear.
Happy Birthday Sunil Gavaskar.”

           — Virender Sehwag (@virendersehwag)

গাভাস্কার ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে একজন। ব্যাটিংয়ে নিজের দুর্দান্ত কৌশলের মাধ্যমে কিংবদন্তি ব্যাটসম্যান নিজেকে সবার কাছে প্রমাণ করেছেন তিনি। তিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন স্মরণীয় ভাবে। ১৯৭০-৭১ সালে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। ওই সিরিজে চার টেস্টে ১৫৪ গড়ে গড়ে ৭৭৪ রান সংগ্রহ করেছিলেন সর্বকালের সেরা এই ভারতীয় ব্যাটসম্যান। গাভাস্কার আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৩৪ টি টেস্ট সেঞ্চুরি করেছেন এবং তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে ৩০ এর অধিক সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। পরবর্তীতে আরেক ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর গাভাস্কারের এই সেঞ্চুরির রেকর্ডটি ভেঙ্গে ফেলেন। গাভাস্কার ১২৫ টেস্টে ভারতকে প্রতিনিধিত্ব করেন এবং ১০১২২ রান করেন। ১০৮ ওয়ানডেতে এই কিংবদন্তি ব্যাটসম্যান এক সেঞ্চুরি ও ২৭ টি অর্ধশতকের সাহায্যে ৩০৯২ রান করেছেন।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *