নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বিরাট! দেখে নিন কুম্বলেকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক........ 1

পোর্ট অফ স্পেন: ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগের জন্য বিরাট কোহলিকেই দুষেছিলেন অনিল কুম্বলে। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও দোষ দিচ্ছেন ভারত অধিনায়ককে। কোহলির সমর্থকরা খুব করে চাইছিলেন, কোচের পদত্যাগ নাটকে মুখ খুলুক ভারতীয় ব্যাটিং জিনিয়াস। তবে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন বিরাট কোহলি। অবশেষে মুখ খুলেছেন তিনি। খুব বেশি কিছু না বলেই অনেক কিছু বুঝিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক। জানালেন, কুম্বলের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। তবে তাঁদের মধ্যে ঠিক কি নিয়ে ঝামেলা বেঁধেছে, সেটা জানাতে অস্বীকার করেন তিনি।

নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বিরাট! দেখে নিন কুম্বলেকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক........ 2
বিরাট কোহলি

এখানে দেখুনঃ কুম্বলের প্রতি টুইট করে পরে তা মুছে দিলে বিরাট কোহলি! 

ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। শুক্রবার প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে কোহলির দল। ম্যাচের অাগে সাংবাদিক সম্মেলনে কোহলির কাছে কুম্বলের পদত্যাগ প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। বেশ কৌশলেই বিষয়গুলো এড়িয়ে যান ভারত অধিনায়ক। তবে কুম্বলে প্রসঙ্গে অল্প কথায় কোহলি বুঝিয়ে দিলেন কোচ আর তাঁর মধ্যে আসলে সমস্যাই চলছিল। আর সেটা ঠিক করতে একজনকে তো পদত্যাগ করতেই হত।

নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বিরাট! দেখে নিন কুম্বলেকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক........ 3
অনিল কুম্বলে ও বিরাট কোহলি

কুম্বলের সঙ্গে ঠিক কি নিয়ে ঝামেলা চলছিল কোহলির? এমন প্রশ্নের ভারতীয় ব্যাটিং জিনিয়াস বলেন, “ড্রেসিংরুমের ঝামেলা বাইরে আলোচনা না করাই ভালো। আসলে এমন কিছু ঘটেছিল, যা বাইরে বলা সম্ভব নয়। তবে যেটাই হোক, আমরা তাঁর সিদ্ধান্তকে সব সময়ই শ্রদ্ধা করেছি।” শোনা যাচ্ছে, আজিঙ্কা রাহানেকে না খেলানোয় কোচের ওপর বেশ নাখোশ ছিলেন কোহলি। তবে সংবাদ সম্মেলনে এই বিষয়টি এড়িয়ে যান তিনি।

নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বিরাট! দেখে নিন কুম্বলেকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক........ 4
অজিঙ্ক রাহানে

অনিল কুম্বলের পদত্যাগের বিষয়েও কথা এড়িয়ে যান ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে অনিল ভাইকে আমি সম্মান করি। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, তা অসাধারণ। তাঁর প্রতি আমাদের সবার সম্মান রয়েছে। আমি তাঁর সিদ্ধান্তকে সব সময়ই শ্রদ্ধার সঙ্গে নিয়েছি। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হল, ড্রেসিংরুমের পরিবেশ যেন ঠিক থাকে। গত তিন-চার বছর ধরে সেটাই চেষ্টা করছি আমরা।”

নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বিরাট! দেখে নিন কুম্বলেকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক........ 5
অনিল কুম্বলে

চ্যাম্পিয়নস ট্রফির মধ্যেই বিরাট কোহলি ও অনিল কুম্বলের দ্বন্দ্ব চরমে ওঠে। ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর সেটা আরও বড় আকার ধারণ করে। দেশে ফিরে বিসিসিঅাই’কে নিজের পদত্যাগপত্র দেন অনিল কুম্বলে। কোহলির সঙ্গে দ্বন্দ্বের কারণেই পদত্যাগ করছেন বলে জানান ভারতের প্রাক্তন এই লেগ-স্পিনার। এরপর এই প্রথম মুখ খুললেন বিরাট কোহলি।

এখানে দেখুনঃ অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর হুমকি বিরাট কোহলির 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *