এজবাস্টনে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং ভারত, সেই ম্যাচ শুরু আগে এক ক্ষুদে ক্রিকেট ভক্তের মন জয় করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জবাব দিলেন তার প্রশ্নের উত্তরে।
আজকের ম্যাচে হারলে চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে মর্গ্যানদের ,অন্যদিকে এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত বিরাটদের।তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচ ঘিরে একটা বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে সকলের মধ্যে।এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইউনিসেফের একটি ছোটোদের জন্য উদ্যোগে সামিল হলেন বিরাট।আইসিসির তরফে এমন ভাবেই ইউনিসেফের এই মহৎ উদ্যোগের পাশে দাড়ানোর চেষ্টা করা হলো।
” ওয়ান ডে ফর এ চিলড্রেন ” নামের সেই অনুষ্ঠানের একটি ক্লিপ এসেছে প্রকাশ্যে। খুদে এই ভক্তদের নাম এডওয়ার্ড। তিনি জানান আজকের ম্যাচে বিশেষজ্ঞ সে এবং বিরাটকে এই ম্যাচের বিষয়ে প্রশ্ন করতে উৎসাহি তিনি।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক খুদে ক্রিকেট ভক্তরা।
এর মধ্যে নেহা নামের একজন খুদে ক্রিকেট ভক্ত বিরাটের উদ্দেশ্যে প্রশ্ন করেন কালকের ম্যাচের জন্য কতটা উৎসাহি সে , জবাবে কোহলি নেহা কে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি খুবই উৎসাহী এমন একটি ম্যাচে খেলার জন্য।টুর্নামেন্টে এমন একটি রোমাঞ্চকর পরিস্থিতি দারুণ উপভোগ করছেন বলেই জানিয়েছেন কোহলি।এরপর সেই খুদে ভক্তের উদ্দেশ্যে বিরাট বলেন তিনি আশা রাখছেন সমান উৎসাহী তিনি।
Spending time with kids is an absolute joy and an opportunity to contribute to their journey in some way. Such honesty and commitment in whatever kids do. So much to learn as well and the biggest learning is to Never forget the joy of playing this great game. 😇😇 pic.twitter.com/7cHBCb9Arn
— Virat Kohli (@imVkohli) June 20, 2019
Smiles all around 🙂. Being able to inspire the future generation is a blessing. 😇 pic.twitter.com/YFydI9VWG0
— Virat Kohli (@imVkohli) July 5, 2019
চলতি বিশ্বকাপে এখনো অপ্রতিরোধ্য ভারত।গত ৫ ই জুন সাউথ আফ্রিকাকে উড়িয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বিরাটরা।এরপর এখনো অবধি বিশ্বকাপে অব্যাহত তাদের দাপট।সম্প্রতি ম্যান্চেষ্টারে তারা হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কে,ভারতের বিরুদ্ধে সেইদিন ১২৫ রানে হার গেইল দের এবারের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। রোববার মর্গ্যানদের হারালে পাকাপাকি ভাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে বিরাটরা।