ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোটা সফরেই দলে থাকবেন বিরাট কোহলি ! 1

এর আগে শোনা গেছিলো আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। কিন্তু বিশ্বকাপের পর থেকে বদলে গেছে সমীকরণ। জানা গিয়েছে গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিনিধিত্ব করবেন বিরাট কোহলি।যদিও জসপ্রীত বুমরাহর খেলার বিষয়টি এখনো পরিস্কার নয়।কারন গোটা সফরেই ঘুমিয়ে ফিরিয়ে নানান ফাস্ট বোলারকে খেলিয়ে দেখা হবে।

সদ‍্য শেষ হওয়া বিশ্বকাপে শুরুটা দারুণ ভাবতে করলেও, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ছিটকে গেছিলো বিরাটরা।সেই হারের রেশ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চলেছে ভারত।সেখানে বিরাটরা খেলবে দুটো টেস্ট,তিনটি একদিবসীয় ম‍্যাচ এবং তিনটি টি টোয়েন্টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোটা সফরেই দলে থাকবেন বিরাট কোহলি ! 2
LONDON, ENGLAND – MAY 25: Virat Kohli of India walks off after being bowled out by Colin de Grandhomme of New Zealand during the ICC Cricket World Cup 2019 Warm Up match between India and New Zealand at The Kia Oval on May 25, 2019 in London, England. (Photo by Jordan Mansfield/Getty Images)

আগামী আগষ্টের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে বিরাটদের ওয়েস্ট ইন্ডিজ সফর তিনটি টি টোয়েন্টি ম‍্যাচ দিয়ে।প্রথম দুটো টি টোয়েন্টি ম‍্যাচ খেলা হবে ফ্লোরিডায়।টি টোয়েন্টি সিরিজের পর শুরু হবে একদিবসীয় সিরিজ এবং তার পর টেস্ট।

প্রথমে মনে করা হচ্ছিলো বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হবে কোহলিকে।কিন্তু এখন যা পরিস্থিতি সেক্ষেত্রে গোটা ওয়েস্ট ইন্ডিজ সফর টাতেই দলের হয়ে মাঠে নামবেন বিরাট, এখন এমনটাই মনে করা হচ্ছে।প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বিরাট।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোটা সফরেই দলে থাকবেন বিরাট কোহলি ! 3

 

বিশ্বকাপ এখন অতীত, এখন ভারতীয় ক্রিকেট দলের পুরোপুরি ফোকাস এখন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।নির্বাচকদের বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন গোটা সফরটাই খেলতে চান তিনি।কারন অবশ্যই সদ‍্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের ফলাফল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *