ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন, আর টি-২০ সিরিজে ম্যান অফ দ্যা সিরিজের খেতাবও জিতেছিল। কেএল রাহুল ২০২০ সালে টি-২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এই বছর নিজের খেলা ৮টি টি-২০ ম্যাচে ৫৩.৮৩র দুর্দান্ত গড়ে মোট ৩২৩ রান করেছেন।
কেএল রাহুল কফি খাওয়ার ছবি করেছিলেন শেয়ার
ভারতীয় দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কফি খাওয়ার একটি ছবি পোষ্ট করেছেন। তার এই ছবিতে সমর্থকরা বেশকিছু মজার কমেন্টস করেছেন। কেউ লিখেছেন, “কফি থেকে দূরে থাকুন”। তো কেউ লিখেছেন, ‘ডাকব করণ জোহরকে”। আসলে কফি উইথ করোন শোয়ের এই ঘটনা এক বছরেরও এবশি হয়ে গিয়েছে। তবে ক্রিকেট সমর্থকরা এখনও এই ঘটনা ভোলেননি।
View this post on InstagramA post shared by KL Rahul👑 (@rahulkl) on Jun 28, 2020 at 5:22am PDT
অধিনায়ক বিরাট কোহলি করলেন কেএল রাহুলকে ট্রোল করার চেষ্টা
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের সতীর্থ খেলোয়াড় কেএল রাহুলকে তার এই ছবিতে ট্রোল করার চেষ্টা করেছেন। আসলে বিরাট কোহলি কমেন্ট করে লিখেছেন, ‘কাপটা নোংরা’। তবে বিরাট কোহলির এই কমেন্টের জবাব মজার ঢঙে দিয়েছেন। তিনি বিরাটকে জবাব দিয়ে লেখেন, ‘বিরাট কোহলি কিন্তু মন তো পরিস্কার’।
কফি খেয়ে সাসপেণ্ড হয়ে গিয়েছিলেন কেএল রাহুল
হার্দিক পাণ্ডিয়া আর কেএল রাহুল্কে ২০১৯ সালের শুরুতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সফর থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। জানিয়ে দিই যে এই দুই খেলোয়াড় মহিলাদের নিয়ে ‘কফি উইথ করণ’ শোয়ে অশোভন মন্তব্য করেছিলেন। মহিলাদের নিয়ে করা অশোভন মন্তব্যের জন্যই এই দুই খেলোয়াড়কে মামলার পুরো তদন্ত হওয়া পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। শোয়ের টেলিকাস্ট হওয়ার পর থেকেই এই দুজনকে নিয়ে টুইটারে জমিয়ে ঠাট্টা করা হচ্ছিল। এই দুই খেলোয়াড়কে নিয়েই দেশের মহিলাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ ছিল।