মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কটাক্ষ করায় সাংবাদিকদের এই জবাব দিলেন অধিনায়ক বিরাট কোহলি

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাঁচি টেস্টের চতুর্থদিন মাঠে পৌঁছলেন। ম্যাচ মাত্র ১২ বলেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু ধোনি আলোচনার কেন্দ্র হয়ে থাকেন। দলের খেলোয়াড়দের সঙ্গে ছাড়াও তাকে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের সঙ্গেও দেখা গিয়েহে। ম্যাচের প্রথম দিনই ধোনির আসার কথা ছিল কিন্তু তেমনটা হয়নি।

বিরাটকে করা হয় প্রশ্ন

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কটাক্ষ করায় সাংবাদিকদের এই জবাব দিলেন অধিনায়ক বিরাট কোহলি 1

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে এই ম্যাচের পর প্রেস কনফারেন্সে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যতের ব্যাপারে প্রশ্ন করা হয়। এটা প্রথমবার নয় যখন ধোনির ভবিষ্যতের ব্যাপারে কথা বলা হল। এই প্রশ্নকে উপেক্ষা করে বিরাট কোহলি বলেন,

“ও এখানে রয়েছে, চেঞ্জ রুমে চলুন ওকে হ্যালো বলবেন”।

বিশ্বকাপের পর থেকে বাইরে

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কটাক্ষ করায় সাংবাদিকদের এই জবাব দিলেন অধিনায়ক বিরাট কোহলি 2

মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে তিনি ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। ওয়েস্টইন্ডিজ সফরে তিনি আর্মির সঙ্গে যোগ দেওয়ার কারণে নিজের নাম তুলে নিয়েছিলেন। ৩১ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ত তিনি টেরিটোরিয়াল আর্মির সঙ্গে কাশ্মীরে ছিলেন। তারপর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিলেন। ধোনি সেই সিরিজ থেকেও ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছিলেন। তার বা দলের তরফে কোনো প্রতিক্রিয়া আসছে না, আর এই কারণেই বারবার এই প্রশ্ন করা হয়।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কটাক্ষ করায় সাংবাদিকদের এই জবাব দিলেন অধিনায়ক বিরাট কোহলি 3

ভারতীয় দল এখন নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরোয়া টি-২০ সিরিজ খেলবে। তাতে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না সেটা পরিস্কার হয়নি। বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি সৌরভ গাঙ্গুলী কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি ধোনির সঙ্গে তার ভবিষ্যত নিয়ে কথা বলবেন। ২৪ অক্টোর নতুন নির্বাচক কমিটির প্রথম বৈঠক হবে, আর তাতে ধোনির কাছেও তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হতে পারে। যদিও রিপোর্টের কথা যদি ধরা হয় তো তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের জন্যও নিজেকে অনুপলব্ধ বলেছেন।

দেখুন ভিডিয়ো:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *