ভারতীয় পেসারদের এমন আগ্রাসী বোলিং পারফরম্যান্সের জন্য অন‍্যতম কারন বিরাট কোহলি, মনে করেন ডেল স্টেইন 1

গোটা বিশ্ব জুড়ে এইমুহুর্তে সমীহ আদায় করে নিয়েছে ভারতের পেস বোলিং লাইন আপ।তাদের এমন পারফরম্যান্সের জন্য দায়ী বিরাট কোহলি, এমনটাই মনে করেন সাউথ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

এর আগে ভারতীয় ক্রিকেট রমরমা ছিলো স্পিনারদের।যদিও নব্বইয়ের দশক থেকে বদল আসা শুরু হয় ভারতের পেস বোলিং বিভাগে।

একবিংশ শতাব্দীর প্রথম থেকে ভারতীয় পেসাররা আন্তর্জাতিক স্তরে সমীহ আদায় করা শুরু করে।বর্তমান সময়ে সেই ধারা বজায় রয়েছে।তাদের সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে।

ভারতীয় পেসারদের এমন আগ্রাসী বোলিং পারফরম্যান্সের জন্য অন‍্যতম কারন বিরাট কোহলি, মনে করেন ডেল স্টেইন 2

এইমুহুর্তে ভারতীয় পেসাররা গোটা বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে।পাশাপাশি দলকে এনে দিয়েছে ভরসা।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে এখনও অবধি ভারতের পেস বোলিং লাইন আপ টেস্ট ক্রিকেটে সবমিলিয়ে নিয়েছে ২৭৪ উইকেট।এইমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ অন‍্যান‍্য দেশের বোলিং লাইন আপের তুলনায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বছর ৩৬ এর সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইন জানিয়েছেন কোহলির আগ্রাসন ভারতের পেস বোলিং কে অন‍্যমাত্রা এনে দিয়েছে।শুধুমাত্র তাই নয়, তার বক্তব্য, ভারতে এখন আগের মতো স্পিন – সহায়ক পিচ তৈরি করা হয় না, সবটাই পেসার অনুকূল।

ভারতীয় পেসারদের এমন আগ্রাসী বোলিং পারফরম্যান্সের জন্য অন‍্যতম কারন বিরাট কোহলি, মনে করেন ডেল স্টেইন 3

” আমি মনে একজন অধিনায়কের আগ্রাসন এর পিছনে অন‍্যতম কারণ।এখন ভারতের পিচে আগের মতো স্পিন হয় না।এইটা পেসারদের কাছে সুখবর।এবছর আইপিএলের দিকে নজর দিলে দেখা যাবে অন‍্যান‍্য বারের তুলনায় এবার পেসারদের রমরমা ছিলো চোখে পড়ার মতো।শক্তি অথবা বোলিংয়ের কারুকাজের বিচার তারা নিজেদেরকে এক অন‍্যমাত্রায় নিয়ে গেছে।স্পিনারদের ছায়ায় বন্দী থাকতে হয়নি।”

প্রাক্তন টেস্ট ক্রিকেটার ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী (৪৩৯ )।এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী (৬৯৪ )

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *