২০১৮ সালের ইনস্টাগ্রামের সেরা ১০ জনের তালিকায় বিরাট কোহলি! 1

HopperHQ.com ২০১৮ সালের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ইনস্টাগ্রামের সেরা ১০ জনের তালিকা প্রকাশ করেছেন। ক্রীড়াবিদদের মধ্যে সেরা দশ জনের তালিকায় নবম স্থানে আছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

২০১৮ সালের ইনস্টাগ্রামের সেরা ১০ জনের তালিকায় বিরাট কোহলি! 2

এই তালিকায় প্রথম স্থানে আছেন বর্তমান সময়ের সেরা ফুটবলার ও সদ্য রিয়াল মাদ্রিদ ত্যাগ করে জুভেন্টাসে পাড়ি জমানো তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বাকীরা হলেন যথাক্রমে নেইমার জুনিয়র, লিওনেল মেসি, ডেভিড ব্যাকহাম, গ্যারেথ বেল, জাতান ইব্রাহিমোভিচ, লুইস সুয়ারেজ এবং ইউএফসি ফাইটার কোনর ম্যাকগ্রেগর আর নবম স্থানে আছেন কোহলি এবং দশম স্থানে রয়েছেন স্টিপেন কুরি।

বিরাট কোহলি বর্তমানে ভারত দলের সাথে ইংল্যান্ডে সফরে আছেন, আগামী ১লা আগস্ট থেকে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে, সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন তিনি। ইংল্যান্ডের মাটিতে গত ৯ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই ভারত হেরেছে তবে দল সাফল্য না পেলেও এই সিরিজে সাফল্যের দেখা পাননি কোহলিও। পাঁচ ম্যাচে দশ ইনিংসে তার রান ছিল মাত্র ১৩৪ রান। যা রীতিমত তার নামের পাশে বেমানান। তাই এই সিরিজে নিজের সেরা খেলা উপহার দিয়ে দলকে জয় উপহার দিতে চান তিনি।

২০১৮ সালের ইনস্টাগ্রামের সেরা ১০ জনের তালিকায় বিরাট কোহলি! 3

২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের নেতৃত্বে ভারত ইতিমধ্যে টি-২০ সিরিজ ২-১ জিতেছে আবার বিপরীতে ওয়ানডে সিরিজ ২-১ হেরেছে। সব মিলিয়ে দুই দলের বর্তমান পারফরমেন্স সমানে সমান। তাই টেস্ট সিরিজে কোহলি নিজেও ভাল করতে চান এবং গতবছর সিরিজ পরাজয়ের বদলা নিতে চান।

ক্রিকেটের মাঠে কোহলির রেকর্ডের অভাব নেই। তার রেকর্ড দিয়ে একটা রেকর্ড বুক বানানো সম্ভব। কিন্তু এবার ক্রিকেটের বাহিরেও গড়েছেন এক অনন্য রেকর্ড। সামাজিক যোগাযোগের মাধ্যম জনপ্রিয় এপস ইনস্টাগ্রামের শীর্ষ ধনী ১০ জন ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিন। বাকী নয় জনের মধ্যে সাত জন ফুটবলার, একজন ফাইটার ও একজন বাস্কেটবল প্লেয়ার।

২০১৮ সালের ইনস্টাগ্রামের সেরা ১০ জনের তালিকায় বিরাট কোহলি! 4

একসুত্রে জানা গেছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাকে ফলো করে ২৩ মিলিয়ন মানুষ, সেখানে বিভিন্ন ছবি, ভিডিও ও সংবাদপত্র প্রচার করে কোহলি আয় করেন ১২০, ০০০ ইউ এস ডলার। ভারতের রুপিতে কনভার্ট করলে যা দাঁড়ায় প্রায় ৮২ লাখ রুপি। এবং সবচেয়ে বেশি আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সব মিলিয়ে এটা কোহলির জন্য এক অনন্য রেকর্ড, তিনি শুধু একজন ভালো ক্রিকেটার নন, সোশ্যাল জগতে একজন জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে এই অর্জন করেছেন ভারতীয় অধিনায়ক।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *