ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে পৃথ্বী শকে ওয়ানডেতে ডেবিউ করার সুযোগ দেওয়ার সংকেত দিয়েছেন। আসলে বিরাট কোহলি এটা পরিস্কার করে দিয়েছেন যে কেএল রাহুল সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের উইকেটকিপার থাকবেন। অন্যদিকে বিরাট কোহলি এটাও বলেছেন যে ওয়ানডেতে রাহুলকে মিডল অর্ডারে ব্যবহার করতে পারেন। এই অবস্থায় যদি রাহুলকে মিডল অর্ডারে খেলানো হয় তো পৃথ্বী শ শিখর ধবনের অনুপস্থিতিতে ৫ ফেব্রুরায়ি হতে চলা প্রথম ওয়ানডেতে ভারতীয় দলের হয়ে ডেবিউ করতে পারেন।
রাহুলকে উইকেটকিপার হিসেবে খেলিয়ে খেলাতে পারেন অতিরিক্ত ব্যাটসম্যান
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি প্রেস কনফারেন্স করেছেন। ওই প্রেস কনফারেন্সে বিরাট কোহলি বলেন, “উইকেটকিপিংয়ে ভালো প্রদর্শন করে কেএল রাহুল ভারতীয় দলে নতুন সমীকরণ সামনে এনে দিয়েছেন। যাতে আমরা অনেক ভালো ভারসাম্যপূর্ণ দল গড়ার সুযোগ পেয়েছি। এর মানে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারি। বর্তমানে আমরা এটাকেই বজায় রাখতে চাই”।
বিরাট কোহলি ওয়ানডেতে রাহুলকে মিডল অর্ডারে ব্যবহার করতে পারেন
বিরাট কোহলি আগে বলেন,
“আমি জানি যে এখন এই ধরণের কথা বলা হবে যে অন্য খেলোয়াড়দের কি হবে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে জরুরী বিষয় এটাই যে দলের প্রয়োজন কি আর আমরা একটা সর্বশ্রেষ্ঠ দল গড়ার জন্য কি সংযোজন তৈরি করতে পারি। কেএল রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিত শর্মার ওপেনিং করবেন। অন্যদিকে ওয়ানডেতে ওকে মিডল অর্ডারেও ব্যবহার করতে পারি”।
পৃথ্বী শ নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছেন সেঞ্চুরি
পৃথ্বী শ এই মুহূর্তে ইন্ডিয়া এ দলের সঙ্গে নিউজিল্যাণ্ড সফরেই রয়েছেন আর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০০ বলে ১৫০ রানের সেঞ্চুরি ইনিংসও খেলেছেন। এছাড়াও এটাই প্রথমবার যখন তাকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে। তিনি ভারতের হয়ে বর্তমানে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতীয় ওয়ানডে দলের নতুন মুখ হিসেবে পৃথ্বী শই রয়েছেন।