ভারতীয় দল এশিয়া কাপ ২০১৮র বিজেতা হয়ে গিয়েছে। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ভারতীয় দল সপ্তমবার এই টুর্নামেন্ট নিজেদের দখলে নিল।এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার জায়গায় রোহিত শর্মাকে দলের ভার দেওয়া হয়েছিল। রোহিত এই দায়িত্ব দারুণভাবে পালন করে ভারতকে বিজয়ী করে দিয়েছেন। অন্যদিকে আরও একবার রোহিত-বিরাট কোহলির বিবাদ সামনে এসে গেলো।
বিরাট কোহলি করলেন টুইট
ভারতীয় দল বিজয়ী হওয়ার পর টুইটারে শুভেচ্ছা জানানোর ভীড় লেগে যায়। সকলেই সপ্তমবার এশিয়া কাপ জয়ী হওয়ার পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন। বিরাট কোহলিও দলের জন্য একটি টুইট করেন।
তিনি লেখেন
“গতকাল রাতে ক্লোজ ম্যাচে ছেলেরা দুর্দান্ত খেলা দেখিয়েছে। আমাদের জন্য সপ্তম এশিয়া কাপ খেতাব। বাংলাদেশও কড়া মোকাবিলা করার জন্য শুভেচ্ছা”।
Great job by the guys to win that tight game last night. ✌? @BCCI
Seventh Asia Cup title for us ?? ?
Congrats to Bangladesh as well for giving a tough fight. @BCBtigers #AsiaCupFinal #AsiaCup2018Final pic.twitter.com/hTHGSkq1kN— Virat Kohli (@imVkohli) September 29, 2018
রোহিতের নেয় নি নাম
এশিয়া কাপে ভারতের জয়ের জন্য যেখানে সকলেই দলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করছে সেখানে বিরাট কোহলি নিজের টুইতে তার নাম নেন নি। এর আগে পাকিস্থানের বিরুদ্ধে সুপার ৪এর জয়ের পরেও কোহলি টুইট করেছিলেন। সেখানেও তিনি রোহিত শর্মার নাম উল্লেখ করেন নি। রোহিত পুরো টুর্নামেন্টে নিজের অধিনায়কত্ব আর ব্যাটিংয়ে সকলকে প্রভাবিত করেছেন। এই টুর্নামেন্তে খেলা ৫টি ম্যাচে তিনি ১০৫.৬৬ গড়ে ৩১৭ রান করেছে। এর মধ্যে একটি সেঞ্চুরি আর ২টি হাফ সেঞ্চুরি শামিল রয়েছে।
মিডিয়ায় ছাইল বিবাদের খবর
ইংল্যান্ড সফরে রোহিত শর্মাকে টেস্ট দলে শামিল করা হয় নি। এরপর থেকেই মিডিয়ায় রোহিত-কোহলির বিতর্কের খবর চলে আসছে। রোহিত বিরাট আর অনুষ্কাকে ট্রোল করা টুইটে লাইক করেছিলেন। একথাও সামনে এসেছে যে দুজনে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন। ইংল্যান্ড ওয়ানডে সিরিজের পরই রোহিত আর বিরাট এক সঙ্গে খেলেন নি। এখন দেখার কথা যে যখন রোহিত-কোহলি একসঙ্গে মাঠে নামবেন তো তাদের একে অপরে প্রতি মনোভাব কি থাকে।