বর্তমানে ছন্দহীন, তবুও তাকেই দলের অন্যতম ” ব্যাটিং স্তম্ভ ” বলে মনে করেন বিরাট কোহলি। ২০১৮ টা তেমন ভালো যায়নি অজিঙ্কা রাহানের। পরবর্তী সময়ে তিনি সই করেছিলেন হ্যাম্পশায়ারে।২০১৯ এ এই দলের হয়ে কাউন্টি ক্রিকেটে কিছু করে চেষ্টা দেখা গেছিলো তার মধ্যে।এইবার তাকেই দলের অন্যতম ব্যাটিং শক্তি বললেন কোহলি।
দেশের হয়ে এর আগে একাধিক দারুণ সব ইনিংস খেলতে দেখা গেছিলো রাহানেকে।এখন খানিকটা অফ ফর্মে থাকলেও বর্তমানে তাকেই ” সলিড প্লেয়ার ” বললেন কোহলি।ক্যারিবিয়ান সফরের আগে তাকে নিয়ে বিরাট বয়ান দিলেন কোহলি।
” অজিঙ্কস আমাদের দলের এক অন্যতম ক্রিকেটার।এখনো ওর কাছ থেকে এমন সব ইনিংসের আশা রাখছি আমি “। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই বলতে দেখা গেলো কোহলিকে।
আসছে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটো টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারত।আগামী ৩ রা আগষ্ট ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম টি টোয়েন্টি, পরবর্তী সময়ে আন্টিগুয়াতে প্রথম টেস্টে নামতে চলেছে বিরাটরা।যা টেস্ট চ্যাম্পিয়ানশিপে তাদের প্রথম ম্যাচ।
সম্প্রতি একদম চেনা ছন্দের ধারে কাছে পাওয়া যায়নি রাহানেকে। গত দুবছরে মাত্র পাঁচটি ৫০ + স্কোর করতে দেখা গেছিলো এই ভারতীয় ক্রিকেটারকে। যদিও ফর্মে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার উপর ভরসা রেখে কোহলি বললেন, ” ও দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ যার ওপর সবসময় ভরসা রাখতে পারি আমরা।ও এবং পুজারা আমাদের টেস্ট দলের অন্যতম দুই সদস্য,রাহানে একবার রানে ফিরলে ,তারপর ওর ধারাবাহিক ভাবে রান পাওয়ায় কোনও রকম সমস্যা হবে না “। এমনটাই জানিয়েছেন কোহলি।
টেস্টে এর আগেও একাধিক বার দলের হয়ে ত্রাতার ভূমিকায় দেখা গেছে রাহানেকে। তাই এখনো রাহানের উপর ভরসা রাখছেন ভারত অধিনায়ক। এদিন সাক্ষাৎকারে রাহানে প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ” ওর ম্যাচ রিডিং ক্ষমতা দারুণ। ফিল্ডার হিসাবেও দুর্দান্ত, যা যেকোনো দলের কাছে এক অন্যতম সম্পদ। স্লিপে ক্যাচ নিয়ে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জুড়ি মেলা ভার।ম্যাচের কঠিন পরিস্থিতিতে ওর থেকে একাধিক ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখেছি আমরা।টেস্ট ক্রিকেটে ওর গড় ৪৩.০০। তাই দলে ওর বদলে এখনই অন্য কারোর ঢুকে পড়ার চিন্তা ভাবনা করার কোনও মানেই হয়ন ” !
অর্থাৎ আসন্ন ক্যারিবিয়ান সফরে রাহানের বিষয়ে অত্যন্ত আশাবাদী কোহলি।দলে ওর জায়গা পাওয়া নিয়ে তার মধ্যে কোনও রকম শঙ্কা নেই ভারত অধিনায়কের মনে।রাহানে ছন্দে ফিরলেই বদলে যাবে ম্যাচের রঙ, তাই স্বাভাবিক ভাবেই , অর্থাৎ আসন্ন ক্যারিবিয়ান সফরে টেস্টে জিঙ্কসের উপর অগাধ আস্থা রাখলেন কোহলি।
প্রসঙ্গত, এবছর জানুয়ারি মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে দেখা গেছিলো রাহানেকে।