বৃহস্পতিবার অ্যাডিলেডে দিন রাতের টেস্ট ম্যাচে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটি জিতে মোমেন্টাম কায়েম করতে চায় দুই দলই। কিন্তু ভারতের পক্ষে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। কারণ কেবল মাত্র এই ম্যাচটির জন্যই ভারত পাবে তাদের অধিনায়ক তথা ম্যাচ উইনার বিরাট কোহলিকে। বাকি তিনটি টেস্টের জন্য তিনি উপলব্ধ থাকবেন না।
দেশে নিজের সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে শিবির ছেড়ে চলে যাবেন কোহলি, আর এই নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু প্রথম টেস্টে ভারতকে জেতাতে মরিয়া থাকবেন বিরাট কোহলি। ব্যাট হাতে বড় রান এবং অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে চাইবেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু অ্যাডিলেড টেস্টে বড়সড় বিশ্বরেকর্ডের সামনে রয়েছেন ভারতীয় অধিনায়ক।
এই মুহুর্তে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুজনেই তালিকায় রয়েছে ৪১টি শতরান করে। কিন্তু অ্যাডিলেড টেস্টে যদি বিরাট শতরান করে ফেলেন, তাহলে পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক শতরান করার রেকর্ড গড়বেন কোহলি।
অধিনায়ক হিসেবে ৩২৪টি ম্যাচ খেলে ৪১টি শতরান করেছেন রিকি পন্টিং, সেখানে মাত্র ১৮৭টি ম্যাচ খেলে এই মাইলস্টোনে পৌঁছেছেন কোহলি। ফলে এই বিশ্বরেকর্ড গড়তে এখনও অনেক সময় আছে কোহলির। কিন্তু ব্যক্তিগত রেকর্ডের চিন্তা না করে দলের স্বার্থে শতরান বা তার বেশি রান করতে চাইবেন বিরাট। এই তালিকায় পন্টিং ও কোহলি ছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ (৩৩), অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (২০) ও মাইকেল ক্লার্ক (১৯), এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১৯)।
এদিকে ২০০৯ সাল থেকে গত বছর অবধি প্রতিটি ক্যালেন্ডার বছরে একটি করে শতরান করেছেন বিরাট কোহলি। কিন্তু এই বছর শতরানের মুখ দেখেননি ভারতীয় অধিনায়ক। ফলে এই অ্যাডিলেড টেস্টই শেষ সুযোগ কোহলির কাছে এই রেকর্ডটি কায়েম রাখা। যদি অ্যাডিলেডে গোলাপি বলে কোহলি শতরান না করতে পারেন, তাহলে ২০০৮ সালের পর কোনও ক্যালেন্ডার বছরে শতরান না করার নজির গড়বেন কোহলি।