ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি প্রথম টেস্টে ভারতীয় দল নিজেদের কব্জা মজবুত করে ফেলেছে। অস্ট্রেলিয়ার অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। আর অশ্বিনের দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়া দলকে চাপে ফেলে দেয়। প্রসঙ্গত ভারতীয় দল প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল।
অস্ট্রেলিয়ান অধিনায়কের জমিয়ে ক্লাস নেন বিরাট আর পন্থ
অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট পড়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন ব্যাট করতে আসেন। প্রথম বল থেকেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর উইকেটকিপার ঋষভ পন্থ তার জমিয়ে ক্লাস নেন। উইকেটের পেছন থেকে এই দুজনে অস্ট্রেলিয়ার অধিনায়কে চাপে ফেলার পুরো চেষ্টা করেন। দুজনেই উইকেটের পেছন থেকে পেনকে জমিয়ে স্লেজিং করেন। এরপরই পেন দ্রুত আউট হয়ে যান।
এখানে দেখে নিন ভিডিয়ো
— Mr Gentleman (@183_264) 7 December 2018
১২৭ রানের স্কোরে আউট হন অস্ট্রেলিয়ান অধিনায়ক পেন
দলের ১২৭ রানের স্কোরে অস্ট্রেলিয়া নিজেদের ষষ্ঠ উইকেট হারায়। টিম পেনকে ঈশান্ত শর্মা উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ আউট করান। মজার ব্যাপার হল ১২৭ রানের স্কোরেই ভারতীয় দলেরও ষষ্ঠ উইকেট পড়েছিল। টিম পেনকে আউট করে ঈশান্ত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন।
Quality bowling from Ishant Sharma.
Aussies with plenty of work to do! https://t.co/lTUqyqRMzW #AUSvIND pic.twitter.com/KL6NBlsbLK
— cricket.com.au (@cricketcomau) 7 December 2018
বুমরাহ নেন পিটার হ্যাণ্ডসকম্বের উইকেট
৫৭.৩ ওভারে জসপ্রীত বুমরাহ ক্রিজে জমেযাওয়া পিটার হ্যাণ্ডসকম্বকে (৩৪) উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে ফেরান। ৩৯.৩ ওভারে অশ্বিনের বল উসমান খোয়াজার (২৮) ব্যাটের কোণায় লাগে। অ্যাম্পায়ার কুমার ধর্মসেনা তাকে নটআউট দেন। যারপর ভারত ডিআরএস নেওয়ায় রিপ্লেতে পরিস্কার দেখা যায় যে বল খোয়াজার ব্যাটের কোণায় লেগের ঋষভের হাতে জমা পড়ে।এরপর খোয়াজাকে অ্যাম্পায়ার আউট ঘোষণা করেন।
India go upstairs and Khawaja is on his way #AUSvIND@SpecsaversAU #SpecsaversCricket pic.twitter.com/3l9wkzfVF1
— cricket.com.au (@cricketcomau) 7 December 2018
প্রসঙ্গত ভারতের হয়ে পুজারা দুর্দান্ত ব্যাট করে প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি করেন। যারপর ভারতীয় দল সম্মানজনক স্কোরে পৌঁছোয়।