আইপিএল ২০১৯ এর সপ্তম ম্যাচ আরসিবি আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ২৮ মার্চ বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছিল। এই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দুর্দান্ত প্রদর্শনে ৬ রানে জিতে নেয়। প্রসঙ্গত যে এটা আরসিবির এই টুর্নামেন্টে দ্বিতীয় হার। এর আগে তাদের চেন্নাই সুপার কিংসের হাতে হারতে হয়েছিল। এর মধ্যেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলি নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোষ্ট করেছেন।
কোহলি, চহেল আর এবির সঙ্গে করলেন ডান্স
এর মধ্যেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলি নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোষ্ট করেন। যেখান তাকে এবি ডেভিলিয়র্স আর যজুবেন্দ্র চহেলের সঙ্গে একটি অ্যাড শো চলাকালীন ডান্স করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োতে তিনজনকেই যথেষ্ট খুশি দেখাচ্ছে আর মাঠের বাইরের জীবনের আনন্দ উপভোগ করছেন তারা।
যাই হোক হাসিই সবচেয়ে ভালো ওষুধ
আরসিবির দল নিজেদের এই নাচের মাধ্যমে দুই ম্যাচে পাওয়া হারের যন্ত্রণাকে ভুলতে চাইছে। আরসিবির অধিনায়ক বিরাট কোহলি এই ভিডিয়ো পোষ্ট করে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “যাই হোক হাসি সবচেয়ে ভাল ওষুধ”।
জানিয়ে দিইয এ আরসিবির দল নিজেদের পরের ম্যাচ রবিবার ৩১ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। তারা এই ম্যাচ জিতে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় হাসিল করতে চাইবে। আরসিবি এখনো পর্যন্ত নিজেদের ক্ষমতা অনুযায়ী আইপিএল খেলতে পারেনি।
এখানে দেখুন কোহলি, এবি আর চহেলের নাচের ভিডিয়ো
https://youtu.be/T-WhYHCrYBM?t=7
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারবেন যে কিভাবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি, এবি ডেভিলিয়র্স আর যজুবেন্দ্র চহেলের সঙ্গে নাচ করছেন। তো অন্যদিকে চহেলকেও অনেক বেশি খুশি দেখাচ্ছে, তিনি নাচতে নাচতে ক্যামেরার কাছাকাছি পৌঁছে যান যা দেখে ডেভিলিয়র্স আর বিরাট নিজেদের হাসি আটকাতে পারেননি।