চলমান তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) গত রবিবার বাউন্ডার লাইন থেকে এক চমকপ্রদ ক্যাচ ধরেছেন ভারতের তরুণ অলরাউন্ডার শাহরুখ খান। টুর্নামেন্টে লিকা কোভাই কিংসের হয়ে খেলেন এই ক্রিকেটার। ম্যাচের গুরুত্বপূর্ন মূহুর্তে শাহরুখ তাঁর প্রতিপক্ষ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রাজহাঁমানি শ্রীনিবাসনকে প্যাভিলয়নে পাঠান দুর্দান্ত এক ক্যাচ ধরে। এই ম্যাচ শুধু বিস্ময়কর ক্যাচেই সীমাবদ্ধ থাকে নি, আরো বিস্ময়ের যোগ করার জন্য ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়েই শেষ হয়।
এর আগে, এই শ্বাসরুদ্ধকর ম্যাচে করাইয়ুদি কালাই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬২ রান যোগ করে। দলকে প্রতিদ্বন্দ্বীতা মূলক দলীয় সংগ্রহে সাহায্য করেন তাদের দুই টপ অর্ডার ব্যাটসম্যান ভি আদিত্য এবং মান্ বাফনা। তাদের প্রত্যেকেই দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ৩৬ বল খেলে। জবাবে ব্যাট করতে নেমে, লিকা কোভাই কিংসও পুরো ২০ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১৬২ রান জমা করতে সমর্থ্য হন।
এদিকে, শাহরুখের এই দুর্দান্ত ক্যাচের প্রসংসা করতে গিয়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএলের) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় এই ক্রিকেটারকে ‘শাহরুখ সুপার খান’ না্মে ভূষিত করা হয়েছে।
চলুন দেখে নিই ক্যাচের ভিডিওঃ
Shahrukh Super Khan! Relive the unbelievable boundary line grab from yesterday's night! #NammaOoruNammaGethu #TNPL2018 #LKKvIKK pic.twitter.com/cSTlzq7UxN
— TNPL (@TNPremierLeague) July 16, 2018
এই ক্যাচ নিয়ে টুইট করেছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্সও।
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 oh my!!! https://t.co/dMkhutd7sa
— Dean Jones AM (@ProfDeano) July 16, 2018
রান তাড়া করতে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতেও সফল ছিলেন শাহরুখ খান। ২০ বলে খেলে ৩২ রানের এক দ্রুত গতির ইনিংস খেলেন এই ক্রিকেটার। তবে ফিল্ডিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রেই তাঁর সকল প্রচেষ্টা ব্যর্থ হয় শেষ পর্যন্ত তাঁর দল ম্যাচ জিততে না পারায়।