আইপিএলের ১৭ তম ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়নস মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস দল। প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের মাঠে বেশি রান করতে সক্ষম হয়নি মুম্বই ইন্ডিয়ান্স। এরই মধ্যে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা নিজের ভালো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। সেই সময়ই ঘটে বিপত্তি। যদিও নিতিন মেনন দেশের অন্যতম সেরা আম্পায়ার হিসাবে বিবেচিত হন, কিন্তু তার সাথে মাঠে থাকা অন্য আম্পায়ার ভুল করে বসলেন। এদিন ম্যাচে আম্পায়ার চেট্টিথোডি শাসুদ্দিন রোহিত শর্মাকে আউট ঘোষণা করলেন। আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই রোহিত শর্মা ক্ষিপ্ত হয়ে পড়েন।
মোসেস হেনরিক্সের বল রোহিতের পায়ের পাশ দিয়ে চলে গেলে উইকেটকিপার কেএল রাহুল তৎক্ষণাত আবেদন করেছিলেন এবং আম্পায়ার আঙুল তুলে দিলেন। এই সিদ্ধান্ত নিয়ে রোহিত খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং আম্পায়ারের এই সিদ্ধান্ত দ্রুত রিভিউ করেন। রোহিত জানতেন যে বলটি তার থাই প্যাডে লেগেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি আম্পায়ারকে যথাযথ হিন্দি ভাষায় গালিও দিয়ে ফেলেন। যদিও ক্রিজে তার সঙ্গী কুইন্টন ডি ককের নন-স্ট্রাইকারের এন্ডে থেকেও রোহিত যা বলছিল তার কোনও ক্লু ছিল না।
Rohit sharma reaction to umpire 😂😂😂#IPL2021 #MumbaiIndians #RohitSharma #MIvsPBKS pic.twitter.com/0vXHRckgKX
— Trollmama_ (@Trollmama3) April 23, 2021
তবে টিভি ক্যামেরায় এটি স্পষ্ট ছিল রোহিত আম্পায়ারকে ইঙ্গিত করে গালি দিয়েছিলেন। যদিও রিভিউতে পরিষ্কারভাবে দেখা গয়েছিল যে রোহিত আউট নন এবং সিদ্ধান্তটি রোহিতের পক্ষে যায়। বল রোহিতের ব্যাট থেকে কয়েক মাইল দূরে থাকায় মাঠের আম্পায়ারের এই উদ্ভট সিদ্ধান্তকে নট আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। রোহিত এদিন ৫২ বলে ৬৩ রান করেন।