আইসোলেশনে ভারতের পাঁচ তারকা ক্রিকেটার, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের, টুইটারে বইল ঝড় 1

মেলবোর্নের একটি বড় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমন গিল, পৃথ্বী শ,নভদীপ সাইনি এবং ঋষভ পন্থ। আর সেই সময় ভালোবেসে তাদের বিল মিটিয়ে দিয়েছিলেন এক জনৈক ক্রিকেটপ্রেমী। পাশাপাশি সেই ক্রিকেটারদের ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকে প্রবল ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। জৈব সুরক্ষা বলয়ের প্রোটোকল ভঙ্গ করেছেন এই পাঁচ ক্রিকেটার – এমনই অভিযোগ তুলেছেন অনেকে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত করতে নেমেছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, দুই দলের বাকি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সুরক্ষার্থে এবং দুই দলের মেডিকাল দলের সুপারিশে, এই পাঁচ ভারতীয় ক্রিকেটারকে আপতকালীন আইসোলেশনে রাখা হয়েছে। আর এর ফলে সিডনি টেস্টে এই পাঁচ ক্রিকেটার কার্যত অনিশ্চিত হয়ে পড়লেন।

এই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন নেটিজেনরা। কেউ কেউ ক্রিকেটারদের এমন আচরণের কড়া নিন্দা করেছেন, কেউ কেউ আবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন কড়া নির্দেশিকাকে দুষছেন। আবার অনেকেই আছেন যারা এই বিষয়টির উপর করুণা প্রদর্শন করছেন। সব মিলিয়ে, বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকেই দুষছেন সেই জনৈক ক্রিকেটপ্রেমীকে যিনি ক্রিকেটারদের ভিডিও করে টুইটারে দিয়েছিলেন। কিন্তু অন্যেরা সেটিকে ডিফেন্ড করে জানিয়েছেন, দোষটা আসলে কার, যিনি ভিডিও করেছেন, নাকি যিনি নিয়ম উলঙ্ঘন করে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন।

এদিকে অনেকেই অভিযোগ তুলেছেন, এটি কিভাবে জোফ্রা আর্চারে প্রোটোকল ভঙ্গের ঘটনার সাথে মিল পায় না? কয়েক মাস আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জৈব সুরক্ষা বলয় ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন ইংরেজ তারকা পেসার জোফ্রা আর্চার। আর তার ফলে শাস্তিস্বরুপ তাকে আবারও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় এবং দ্বিতীয় টেস্টটি মিস করেন।

এরপর অনেকেই ভারতীয় ক্রিকেটারদের ডিফেন্ড করছেন এই ঘটনায়। এক নেটিজেন দাবি করেছেন, প্রোটোকলে বলা হয়েছে, পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার না করা এবং রেস্তোরাঁর ভিতরে না খাওয়া। সেখানে বৃষ্টি পড়ছিল বলেই ক্রিকেটাররা রেস্তোরার ভিতরে গিয়েছিলেন।

এদিকে আগের পরিস্থিতি থেকে কতটা পরিবর্তন হয়েছে এই পরিস্থিতি, তা দেখিয়েছেন এক নেটিজেন। শেষবার যখন পাকিস্তান অস্ট্রেলিয়া সফরে এসেছিল, তখন এক ট্যাক্সি ড্রাইভারের সাথে ছবি তুলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে। কিন্তু একইভাবে যখন এক জনৈক ক্রিকেটপ্রেমী ভারতীয় ক্রিকেটারদের বিল মেটালেন, তাতে উঠল সমালোচনার ঝড়।

সব মিলিয়ে, ২০২১ এর শুরুটা একেবারেই ভালো হল না ভারতীয় দলের জন্য, তা বলাই যায়। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট, আর সেই টেস্টে আদৌ নামতে পারবেন কিনা এই পাঁচ ক্রিকেটার, সে নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *