আজ ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউণ্ডার আর বিস্ফোরক ব্যাটসম্যান যুবরাজ সিং-এর জন্মদিন। যুবরাজের জন্ম ১২ ডিসেম্বর,১৯৮১তে হয়। যুবরাজ সিং আজ ৩৭ বছরের হয়ে গিয়েছেন। যুবরা সিং ভারতকে একার দমে দু-দুটি বিশ্বকাপ জিতিয়েছেন, তা সে ২০০৭-এ খেলা টি-২০ বিশ্বকাপই হোক বা ২০১১য় খেলা হওয়া ওয়ানডে বিশ্বকাপ, দুটিতেই ভারতীয় দলের হয়ে যুবরাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শুধু বিশ্বকাপই নয়, দেশকে বেশ কিছু ম্যাচ সিক্সার কিং যুবরাজ একার দমে জিতয়েছেন।
দীর্ঘদিন ধরে দলের বাইরে
যুবরাজ ভারতীয় দলের বেশ কিছু স্মরণীয় জয়ের গুরুত্বপূর্ণ সদস্য থেকেছেন। বর্তমান সময়ে যুবরাজ দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। যুবরা এখনো পর্যন্ত দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে,আর ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে ১১,৭৭৮ রানে করেছেন এবং ১৪৮টি উইকেটও নিয়েছেন।
যতই এই মুর্হুতে যুবরাজ ভারতীয় দলে ফেরার জন্য সংঘর্ষ করুন, কিন্তু দেশের হয়ে তার যোগদান কখনো ভোলা যাবেনা। তা সে স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ৬টি ছয় মারা হোক বা বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হাসিল করা। দেশকে যুব ম্যাচের পর ম্যাচে খুশি পালন করার দুর্দান্ত সুযোগ এনে দিয়েছেন। যুবির জন্মদিনে আজ পুরো ক্রিকেট জগত এক হয়ে গিয়েছে।
আসুন একবার দেখে নেওয়া যাক, যুবরাজ সিং-এর জন্মদিনে কে কি বললেন:
Thrashed bowlers, thrashed disease, thrashed many setbacks in life. Wishing you times of ease, peace and love @YUVSTRONG12 . #HappyBirthdayYuvi pic.twitter.com/8elkUXZcrB
— Virender Sehwag (@virendersehwag) 12 December 2018
#HappyBirthday to our former player and #TeamIndia legend, @YUVSTRONG12. May you continue to inspire for many more years to come. #YuvrajSingh #HappyBirthdayYuvi ?? pic.twitter.com/9K4szbyytj
— SunRisers Hyderabad (@SunRisers) 12 December 2018
Happy birthday my brother, The real Singh is king,stylish,Sixer king,fighter,champion,legend,nd off course big paddar too ? may u continue to inspire..khush reh tandrust reh Chardkala ch reh.. now mix me something please ? BIG JAPHI ?❤️ love you brother @YUVSTRONG12 pic.twitter.com/DEh7YQbCPB
— Harbhajan Turbanator (@harbhajan_singh) 12 December 2018
Batting with you when you took guard for the 1st time ever on the international stage was a joy. To see you grow and become into a cricketer that always delivered when India needed the most has been wonderful. Wishing you a very happy birthday @yuvstrong12!#HappyBirthdayYuvi pic.twitter.com/4M5MOYdEvH
— VINOD KAMBLI (@vinodkambli349) 12 December 2018
The spirit with which you have overcome every obstacle in life both on and off the field is the stuff of legends. Wishing a very happy birthday to the one and only @yuvstrong12! Have a great one.#HappyBirthdayYuvi pic.twitter.com/GaMdWG6eUU
— Sachin Tendulkar (@sachin_rt) 12 December 2018
Life ke full mazzey lete raho ,
Sabke jeevan mein manoranjan failaate raho , Yuhin Yuvi#HappyBirthdayYuvi @YUVSTRONG12 pic.twitter.com/1cfRfUuVCv— Mohammad Kaif (@MohammadKaif) 12 December 2018
Ye banda agar so bhi raha hay tab bhi bowlers sukooon se nahi Reh sakte. Janam din ki badhaiya veere @YUVSTRONG12 #birthday https://t.co/vCPLgyQ3Io
— Irfan Pathan (@IrfanPathan) 12 December 2018
Happy birthday great man! Baba ji khush rakhan tuhanu hamesha paaji ? #legend @YUVSTRONG12 rotiyan te halka hath rakhyo aaj ?? pic.twitter.com/7p68sxoPAw
— Mandeep Singh (@mandeeps12) 12 December 2018
Happy birthday 2 one of d greatest match winner ever 2 b played d game of cricket ? God bless u always @YUVSTRONG12 Paa G ?? #Rockstar#Inspiration#God’schild pic.twitter.com/nWJpe5I8OB
— MANOJ TIWARY (@tiwarymanoj) 12 December 2018
ক্যান্সারকেও দিয়েছেন মাত
ভারতীয় দলকে অগুনতি জয় এনে দেওয়া যুবরাজ সিং-এর জীবনেও এমন এক মোড় এসেছিল যা না শুধু যুবরাজের বরং দুনিয়াজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখে জল এনে দিয়েছিল। ২০১১য় যুবির শরীরে ক্যান্সার ধরা পড়ে। যে কারণে যুবিকে খেলার মাঠ থেকে দূরে থেকে জীবনের কঠিন লড়াই লড়তে হয়।
আমেরিকায় যুবরাজের ক্যান্সারের সফল চিকিৎসা হয় আর তিনি আরো একবার খেলার মাঠে সফল এবং দুর্দান্তভাবে ফিরে আসেন। আজ আমরা তার জন্মদিনে এইটাই কামনা করব যে তার জীবনের আগামি দিনগুলি খুশিতে ভরে উঠুক।
জন্মদিনের শুভকামনা আমাদের সিক্সার কিং… যুবরাজ সিং