TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 1

দরজায় কড়া নাড়ছে সারা বিশ্বে ব্যাটে বলে রঙ ছড়ানো ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আট দলের অংশগ্রহণে ১২তম আসর শুরুর অপেক্ষা আর মাত্র অল্প কিছুদিনের। ইতোমধ্যে দল গুছানোর প্রক্রিয়া অনেকটা এগিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরের ক্রিকেটারদের ধরে রাখা কিংবা নিলামের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেয়ার আনুষ্ঠানিকতাও সম্পন্ন।

তবে নিলাম শুরুর আগেই ধারনা করা যাচ্ছে এই পাঁচজন ক্রিকেটার গত আসরে আইপিএল না খেললেও ২০১৯ আসরে মাতাবেন টুর্নামেন্ট।

 

৫. ডেভিড ওয়ার্নার

TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 2

টি-২০ ক্রিকেটে অন্যতম জনপ্রিয় কিংবা আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবে বেশ পরিচিতি রয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। আইপিএলে পাঁচ আসর দিল্লির জার্সি গায়ে মাঠে নামলেও পরবর্তিতে তাঁকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আইপিএলের ১১তম আসর শুরুর আগেই বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তারকা এই ক্রিকেটার। ফলে হায়দ্রবাদকে পোহাতে হয় বাড়তি ভোগান্তি। অন্যদিকে আইপিএলের আগামী আসর শুরুর আগেই নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি পেতে যাচ্ছে ওয়ার্নার তাই অরেঞ্জ আর্মির হয়ে আবারও ব্যাট হাতে মাঠে নামতে পারেন তিনি।

৪. জেসন হোল্ডার

TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 3

২০১৩ সালে আইপিএল অভিষেক হওয়ার পর চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিপক্ষ দলের সাথে মোকাবেলা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

তবে গত আসরের আগের আসরে ১১ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ৩৮ রান যেন তাঁর নামের পাশে একটু বেমানান। তাই ১১তম আসরে ছিলেন অবিক্রিত ক্রিকেটারের তালিকায়।

অন্যদিকে সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে হোল্ডারের ঝাঁঝালো পারফরম্যান্স নজর কাড়তে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজির। তাই আগামী আসরে আবারও আইপিএলের যেকোনো একটি দলের ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুন শেয়ার করার সুযোগ হয়তো পেয়েই যাবেন তিনি।

৩. ডেল স্টেইন

TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 4

দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইনের নাম আইপিএলের গত আসরের নিলামে থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে খরিদ করতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে আইপিএলে ৯২ উইকেটের মালিক স্টেইন থাকেন অবিক্রিত। স্টেইনের গতির ঝড় অবশ্য কিছুটা থামিয়ে দিয়েছিল আততায়ী ইনজুরি। গত দুই বছর ধরে ভুগতে থাকা ইনজুরির কারণে ঠিকমত নিজেকে মেলে ধরতে পারছিলেন না তিনি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে আইপিএল শুরুর আগে আবারও বার্তা দিয়ে রাখলেন ১৪০+ কিলোমিটার গতিতে বল করা এই ডানহাতি।

২. লাসিথ মালিঙ্গা

TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 5

দির্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতানো লাসিথ মালিঙ্গা গত আসরে মুম্বাই দলের সাথে থাকলেও মাঠে নামা হয়নি বল হাতে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর বৈচিত্র্যপূর্ণ এই বোলার সম্প্রতি আবারও দেশের জার্সি গায়ে মাঠে নামেন এবং পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাই বল হাতে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
তাঁর এই চোখধাঁধাঁনো পারফরম্যান্স আগামী আইপিএলের নিলামে দল পেতে জ্বালানি হিসেবে কাজ করতে পারে।

১. স্টিভেন স্মিথ

TOP5: যে পাঁচজন তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আইপিএলের ১২তম আসরে 6
Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং কাণ্ডে ডেভিড ওয়ার্নারের সাথে নাম জড়ায় তৎকালীন ক্যাপ্টেন স্টিভেন স্মিথের। ফলে আইপিএলের গত আসরে তাঁকে দলে ভেড়ানো রাজস্থান রয়্যালস পরে বড় ধাক্কার মুখে। ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টের জার্সি গায়ে পারফরম্যান্স নজর কাড়ে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির ফলে ২০১৮ আসরের জন্য রাজস্থান ফ্র্যাঞ্চাইজি স্মিথকে দলে ভেড়ায়। কিন্তু সেই আসার গুঁড়ে বালি হলেও ২০১৯ আসর শুরু হবার আগে নিষেধাজ্ঞার খড়গ থেকে বেরিয়ে এসে মাঠের ক্রিকেটে নামতে পারেন স্মিথ। আর এতেই রাজস্থান ফ্র্যাঞ্চাইজি হয়তো আবারও তাঁকে দলে নেয়ার সুযোগ পাবে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *