একদিকে এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত ভারতের অন্যদিকে গ্রূপ পর্ব পেরিয়ে আসা আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। এই সমীকরণ নিয়ে মাঠে নামে ভারত-আফগানিস্তান। যে ম্যাচে ভারত দলে ছিল পাঁচ পরিবর্তন। টস জিতে ব্যাট করতে নেমে ভারত দলের বোলারদের নাকানিচুবানি খাইয়ে সেঞ্চুরি হাঁকানো শেহজাদ তাঁদের দলের স্কোর নিয়ে যান ২৫২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত-ধবন বিহীন ভারতও গড়ে সমান ২৫২ রানের স্কোর। এতো গেলো ম্যাচের ফলাফলের হিসেব। এবার দেখা যাক এই ম্যাচের অজানা ৫টি তথ্য।
৫. ভারতের প্রথম ক্যাপ্টেন হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলা মাইলফলক স্পর্শ করেন মহেন্দ্র সিং ধোনি

এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে নাম ঘোষণা করা হয় রোহিত শর্মার। তবে এই ম্যাচে বিশ্রামে থাকা রোহিতের বদলে অধিনায়কের দায়িত্ব এসে বর্তায় প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কাঁধে। আর এরই মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ভারতের পক্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ধোনি। এর আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন আজাহারউদ্দিন ক্যাপ্টেন হিসেবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ১৭৪টি ম্যাচ খেলেছেন।
৪. ভারতের বিপক্ষে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক মোহাম্মদ শেহজাদ

নিয়মিত বোলারদের বিশ্রামে রেখে দল সাজানো ভারত দলের বোলারদের উপর স্ট্রিমরোলার চালিয়ে আফগান দলের স্থূলকায় ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ এদিন ৭টি ওভার বাউন্ডারি ও ১১টি চারের সাহায্যে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যা কোনো আফগান ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
৩. একদিনের ক্রিকেটে আফগানিস্তানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড

এশিয়া অঞ্চলের সম্ভাবনাময় দল আফগানিস্তান ধীরে ধীরে পরিণত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের বিপক্ষে ম্যাচে তাঁদের আগ্রাসী ব্যাটিং এমনটাই প্রমাণ করে। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ দলের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছড়ানো আফগানিস্তান একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ১১টি ছক্কা মারার রেকর্ড গড়ে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে একদিনের ক্রিকেটে ১১টি ছক্কা মারার রেকর্ড গড়ে আফগানরা।
২. ২৫২ রানের পুঁজি নিয়ে ৫ জন স্পিনারকে দিয়ে বল করায় আফগানিস্তান দল

রশিদ, মুজিব ও নবীকে নিয়ে গড়া আফগানদের স্পিন আক্রমণ বর্তমান সময়ে অন্যতম সেরা তা বলাই যায়। ২৫২ রানের মাঝারি পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করার জন্য আফগানরা রশিদ, মুজিব, নবীদের সাথে আরো দুই অনিয়মিত স্পিনার রহমত শাহ ও জাভেদ আহমেদিকে দিয়ে বোলিং আক্রমণ সাজান যা পরবর্তিতে কাজেও এসেছে।
১. ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে অধিনায়কত্ব করেন ধোনি
এশিয়া কাপে ভারত দলের নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মার অনুপস্থিতে আবারো অধিনায়কত্বের দায়িত্ব নেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। এই ম্যাচের মধ্য দিয়েই কাপ্তান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে ক্যাপ্টেন হিসেবে ম্যাচ খেলার রেকর্ডও গড়েন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এর আগে সবচেয়ে বেশি বয়সে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে আজাহারউদ্দিন ৩৬ বছর ১২৪ দিন বয়সে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। এদিকে মহেন্দ্র সিং ধোনি ৩৭ বছর ৮০ দিন বয়সে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে সবচেয়ে বেশি বয়সে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন।