ক্রিকেটের রাজকীয় লড়াই হিসেবে পরিচিত টেস্ট ক্রিকেট। লঙ্গার ভার্সনের এই খেলায় দীর্ঘ ৫ দিন ধরে চলে ব্যাট বলের ঠোকাঠুকি। টেস্ট ম্যাচ খেলার জন্য যেমনি প্রয়োজন শারীরিক সক্ষমতার তেমনি মানসিক চাপও সামাল দেওয়া জরুরি। তাই অনেক ক্রিকেটারই টানা টেস্ট ম্যাচ খেলতে পারেন না। তবে আবার কিছু ক্রিকেটার আছে যারা টানা খেলে গেছেন।
দেখে নেওয়া যাক এমন পাঁচজন ক্রিকেটারের তালিকা যারা টেস্ট খেলার সক্ষমতাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
১. অ্যালিস্টেয়ার কুক
ভারতের বিপক্ষে উনিংটন টেস্টই হতে যাচ্ছে অ্যালিস্টেয়ার কুকের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচ। নিজের ধ্যান-জ্ঞান টেস্ট ক্রিকেটে রাখা এই ব্যাটসম্যান ২০০৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত একটানা ১৫৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। মাঝখানে ফিটনেস কিংবা পারফরম্যান্স কোনোটাই তাঁর ব্যাট হাতে নামার ক্ষেত্রে বাধা হতে পারেনি। টানা টেস্ট ম্যাচ খেলার তালিকায় তাই সবার উপরে আছেন কুক।
২. অ্যালান বোর্ডার
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন অ্যালান বোর্ডারের হাত ধরে ধীরে ধীরে অজই ক্রিকেট উন্নতির দিকে পা রাখে। অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় থাকা এই ব্যাটসম্যান ১৯৭৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পনেরো বছরে টানা ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেন। এই পনেরো বছরে একটি টেস্ট ম্যাচের জন্যও বাদ পড়েননি বোর্ডার।
৩. মার্ক ওয়াহ
এই তালিকায় আরেক অস্ট্রেলিয়ান হলেন মার্ক ওয়াহ। ডানহাতি এই ব্যাটসম্যান টেস্টে তাঁর রানের খাতা খুব বেশি দীর্ঘায়িত করতে না পরলেও স্পিন বল খেলায় বিশেষ পারদর্শী এই ব্যাটসম্যান ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১০৭টি টেস্ট ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন।
৪. সুনীল গাভাস্কার
ওপেনার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় থাকা সুনীল গাভাস্কার বহু বছর ভারতীয় ব্যাটিং লাইনআপকে একাই টেনে নিয়েছেন। ফাস্ট বোলারদের মোকাবেলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করা প্রাক্তন এই ব্যাটসম্যান ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দলের সাথে থেকে টানা ১০৬টি টেস্ট ম্যাচের জার্সি গায়ে জড়ান।
৫. ব্রেন্ডন ম্যাকালাম
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য সারা বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করেন। যেকোনো সিরিজে নিউজিল্যান্ড দল যখন প্রতিপক্ষের সামনে ধুঁকতে থাকতো দলকে একাই টেনে তোলতেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১০১টি টেস্ট ম্যাচ খেলেন এই বিধ্বংসী ক্রিকেটার।