প্রতীক্ষার অবসান, দীর্ঘ ৪৮ টি ম্যাচের পর অবশেষে আমরা পেয়ে গেছি এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ান কে।প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।ফাইনালে তারা হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।মিটেছে বিশ্বকাপ পর্ব।গড়েছে একাধিক সব দারুণ রেকর্ড।আজ স্পোর্টজ উইকির পাতায় থাকতে চলেছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ দশ রান সংগ্রাহকের তালিকা।
১০. জেসন রয় ( ইংল্যান্ড) ৪৪৩ রান
এবছর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওপেনার ব্যাটসম্যান জেসন রয়।সাত ইনিংসে তার রান সংখ্যা ৪৪৩ ।গড় – ৬৩.২৮ ।স্ট্রাইক রেট – ১১৩.৫৬ ।এবারের বিশ্বকাপে একটি শতরান করার পাশাপাশি চারটি অর্ধ শতরান রয়েছে জেসনের।এবাররে বিশ্বকাপে তার সর্বোচ্চ স্কোর ছিলো ১৫৩ , বাংলাদেশের বিরুদ্ধে।প্রসঙ্গত, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটি একজন ইংরেজ ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান।
৯. বেন স্টোকস ( ইংল্যান্ড) ৪৬৫ রান
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বেন স্টোকস।বা হাতি এই ব্যাটসম্যান এবারের বিশ্বকাপে ব্যাক হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন, খেলেছেন কিছু অসাধারণ ইনিংস।ফাইনাল ম্যাচে দলের প্রয়োজনে জ্বলে উঠেছিলেন স্টোকস।খেলেছেন ৮৪ রানের ইনিংস।পরবর্তী সময়ে সুপার ওভারে করেছিলেন ৮ রান।ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি।
৮.বাবর আজম ( পাকিস্তান ) ৪৭৪ রান
ডান – হাতি এই পাকিস্তানের গোটা টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন।পাকিস্তান দলের হয়ে এবারের বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং ধারাবাহিকতা দেখিয়েছেন বাবর।আট ইনিংসে ৪৭৪ রান করেছিলেন তিনি।গড় – ৬৭ .৭১ । স্ট্রাইক রেট – ৮৭.৭৭।আছে একটি শতরান চারটি অর্ধ শতরানের ইনিংস।এরমধ্যে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ উইনিং শতরানের ইনিংস।
৭. এ্যরন ফিন্চ ( অস্ট্রেলিয়া ) ৫০৭ রান
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে পাওয়া গেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক এ্যরন ফিন্চ কে।ওয়ার্নারের সাথে ওপেন করতে নেমে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ সব ইনিংস।মোট দশ ইনিংস খেলে এবারের বিশ্বকাপে তার রান সংখ্যা – ৫০৭ ।গড় – ৫০.৭০ ।স্ট্রাইক রেট – ১০২.১ ।আছে দুটো শতরান, দুটো অর্ধশতরানের ইনিংস।
৬.জনি ব্যারিস্টো ( ইংল্যান্ড) ৫৩২ রান
জেসন রয় ছাড়া এবারের বিশ্বকাপে আরেক ইংল্যান্ড ব্যাটসম্যান যিনি দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি জনি ব্যারিস্টো।ইংল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।১১ ইনিংসে তিনি করেছেন ৫৩২ রান।গড় – ৪৮.৩৬ । স্ট্রাইক রেট – ৯২.৮৪।দুটো শতরান এবং দুটো অর্ধ শতরান ছাড়া রয়েছে দুটো শূন্য রানের ইনিংস।
৫. জো রুট ( ইংল্যান্ড ) ৫৫৬ রান
এবছর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট।শুধুমাত্র তাই নয় বিশ্বকাপে একজন ইংল্যান্ডের ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের রেকর্ড টাও এখন তার দখলে।১১ ইনিংসে রুট করেছিলেন ৫৫৬ রান।গড় – ৬১.৭৭। স্ট্রাইক রেট – ৮৯.৫৩ ।এবারের বিশ্বকাপে দুটো শতরানের পাশাপাশি তিনটি অর্ধশতরানের ইনিংস আছে রুটের।সর্বোচ্চ ১০৭ পাকিস্তানের বিপক্ষে।এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
৪.কেন উইলিয়ামসন ( নিউজিল্যান্ড ) ৫৭৮
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ছিলেন কেন উইলিয়ামসন।বিশ্বকাপে তার ব্যাট হাতে ধারাবাহিকতা নির্ভরতা এনে দিয়েছিল গোটা নিউজিল্যান্ড দলকে।নয় ইনিংস করেছেন ৫৭৮।গড় – ৮২.৫৭ ।স্ট্রাইক রেট – ৭৪.৯৬ ।প্রসঙ্গত , এইটি বিশ্বকাপে একজন অধিনায়কের করা সর্বোচ্চ রান।আছে দুটো শতরান, দুটো অর্ধশতরান।পেয়েছেন এবারের বিশ্বকাপে ” ম্যান অফ দ্য টুর্নামেন্ট ” এর পুরস্কার।
৩.শাকিব আল হাসান ( বাংলাদেশ) ৬০৬

গোটা বিশ্বকাপ দুরন্ত ফর্মে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।আছে সাতটি ৫০ + ইনিংস এই বিশ্বকাপে।সর্বনিম্ন স্কোর – ৪১ রান।৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছিলেন শাকিব।দুটো শতরান ছাড়াও আছে পাঁচটি অর্ধশতরানের ইনিংস।দ্বিতীয় ক্রিকেটারের হিসেবে বিশ্বকাপে ৬০০ রানের গন্ডি পেরানোর কৃতিত্ব অর্জন করেছিলেন শাকিব, তালিকায় প্রথম জন শচীন তেন্ডুলকর।
২. ডেভিড ওয়ার্নার ( অস্ট্রেলিয়া ) ৬৪৭ রান
বিশ্বকাপের আগে নির্বাসন কাটিয়ে দলে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।এবং ফিরতেই ফের অস্ট্রেলিয়ার জার্সি গায়ে গোটা টুর্নামেন্টে দারুণ ছন্দে পাওয়া গেছিলো ডেভিড ওয়ার্নার কে।দশ ইনিংসে করেছিলেন ৬৪৭ রান।আছে আছে তিনটি শতরান এবং তিনটি অর্ধ শতরানের ইনিংস ।গড় – ৭১.৮৮ ।স্ট্রাইক রেট – ৮৯.৩৬ ।
১. রোহিত শর্মা ( ভারত ) ৬৪৮ রান
ভারতের হয়ে গোটা বিশ্বকাপ দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা।নয় ম্যাচে করেছিলেন পাঁচটি শতরানের ইনিংস।আছে একটি অর্ধশতরানের ইনিংস।ভারত বিশ্বকাপ না জিতলেও রোহিতের পারফরম্যান্স দাগ কেটেছে সকলের মনে।এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের শিরোপাটি উঠেছে ভারতের সহ – অধিনায়কের মাথায়।