সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ, ইতিমধ্যে আমরা ইংল্যান্ডকে বিশ্ব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ানদের পেয়ে গেছি।এই বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই গোটা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষেরা ব্যস্ত হয়ে পড়েছে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।অর্থাৎ ক্রিকেট বিশ্বযুদ্ধের মিনি সংস্করণ কে নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে।ঠিক এমন এক সময় “স্পোর্টজ উইকি”র পাঠকদের জন্যে এই বিশেষ প্রতিবেদন।
১০. বাংলাদেশ : শাকিব আল হাসান
যে কোনও ফর্ম্যাটেই হোক না কেনো, শাকিবের মতো একজন অলরাউন্ডারের জুড়ি মেলা ভার।একদিকে তার ব্যাটিং নির্ভরতা এনে দেয় দলকে, ঠিক তেমনই তার স্পিন বোলিং ও সমান কার্যকর তার দলের জন্য।দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি, আছেন দুরন্ত ফর্মে।তাই আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে মোর্তাজা ‘ র বদলে তাকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।