বিরাট কোহলি বর্তমান সময়ের সেরা ক্রিকেটার। সব ফরম্যাটেই তিনি অনবদ্য। তাঁর সমতুল্য আপাতত কেউ নেই বললেই চলে। বিগত কয়েক বছর ধরে দারুণ ব্যাটিং করে আসছেন ভারতীয় এই অধিনায়ক। দল বিপর্যয়ে পড়লেও তিনি যেন বারবার একাই টেনে নিতে চান। তবে তাঁর কয়েকটি ইনিংস রয়েছে যেখানে নিজে সাফল্য পেলেও দলকে শেষ পর্যন্ত পরাজয় হতে রক্ষা করতে পারেননি এই ব্যাটসম্যান।
চলুন জেনে নিই কোহলির এমন পাঁচটি ইনিংসের সম্বন্ধে-
১) ১৫৩ রান প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৮ঃ

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিল ৩৩৫ রান। এই ম্যাচের শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় ভারত। এরপর দলকে একাই টেনে তুলেন বিরাট কোহলি। সেই ম্যাচে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরির দেখা পান কোহলি। শেষ পর্যন্ত তাঁর ১৫৩ রানের ইনিংসের উপর ভর করে ৩৩৫ রান সংগ্রহ করে ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে ১৩৫ রানে হারতে হয় ভারতকে।
২) ১১৬ রান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১২ঃ

ঘরের মাঠে যেন এক পাহাড় সমান রান করে বসেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের ডাবল সেঞ্চুরিতে ৬০৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দলের সবাই ব্যর্থ হলেও একমাত্র কোহলিই ব্যাট হাতে রান করতে পেরেছিলেন। ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। কিন্তু তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলোনা। ম্যাচটিতে ২৯৮ রানে হেরেছিল ভারত।
৩) ১০৩ রান প্রতিপক্ষ শ্রীলংকা, ২০১৫ঃ

ম্যাচটিতে জয়ের আশা জাগিয়েও হেরে গিয়েছিল ভারত। নাটকীয় সেই ম্যাচের ছিল নানারুপ। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলংকা মাত্র ১৮৩ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে কোহলি ও ধাওয়ানের ২২৭ রানের জুটিতে ১৯২ রান লিড নেয় ভারত। ম্যাচে কোহলি তাঁর ১১ তম সেঞ্চুরির দেখা পান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও শ্রীলংকার চান্ডিমালের এক অসাধারণ ইনিংসের কারণে হেরে যায় ভারত। যার ফলে বিফলে যায় কোহলির ১০৩ রানের ইনিংস।
৪) ১৪৯ রান প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৮ঃ

বর্তমানে ভারত ক্রিকেট দল ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে কোহলি ১৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু দলের অন্য সদস্যদের ব্যর্থতায় বিফলে যায় কোহলির ১৪৯ রানের ইনিংসটি। লো-স্কোরিং এই ম্যাচটি ইংল্যান্ড জিতে যায় ৩১ রানে।
৫) ১৪১ রান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৪ঃ

কোহলির ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস এটি। ৩৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুরালি বিজয়কে সাথে নিয়ে ১৮৫ রানের জুটি গড়েন কোহলি। বিজয় আউট হলেও কোহলির ইনিংস থামে ব্যক্তিগত ১৪১ রানে। কিন্তু আর কেউ ভাল রান না করায় এই ম্যাচটি ৪৮ রানে হেরে যায় ভারত ও বিফলে যায় কোহলির আরো একটি শতক।