
সাধারণত ওয়ানডে ফরম্যাটে একজন ব্যাটসম্যানের ব্যাটিং গড় ২০-৪০ এর মধ্যে থাকলে মোটামুটিভাবে সফল হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আধুনিক ক্রিকেটের কাঠামো কিংবা ধরন অনুযায়ী একজন ব্যাটসম্যানকে আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট চালাতেই দেখা যায়। ফলে ব্যাটসম্যানের রান তোলার গতি যেন একটু বেশিই থাকে।
ক্রিকেটের গ্রেট শচীন তেন্ডুলকর, জ্যাক ক্যালিস, ম্যথিউ হেইডেন, রিকি পন্টিংদের ব্যাটিং গড় যেখানে ৪০-৪৫ এর মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে তৎকালীন সময়ে মাইকেল বেভানের ব্যাটিং গড় ছিল ৫০ প্লাস।
এই সব তো গেল প্রাক্তন ক্রিকেটারদের কথা। এবার দেখে নেওয়া যাক বর্তমান সময়ে আন্তর্জাতিক ওয়ানডেতে খেলে যাচ্ছেন এমন ছয়জন ক্রিকেটার যাদের ব্যাটিং গড় ৫০ এর অধিক।
৬. মহেন্দ্র সিং ধোনি, গড় ৫০.১

২০০৮ সাল থেকে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং গড় ৫০ এর নিচে নামেনি। এর অন্যতম কারণ হচ্ছে ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে অপরাজিত ব্যাটিং করা। ওয়ানডে ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ইনিংস তাঁর ক্যারিয়ারের ২৫% (২৮১ ম্যাচে ৭৮ ম্যাচে অপরাজিত)। অন্যদিকে ২০১৮ সালে এসে ধোনির পারফরম্যান্সের ধার কিছুটা কমে আসাতে তাঁর ব্যাটিং গড় কিছুটা নিম্নমুখী। তাই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রান তোলার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি টিম ইন্ডিয়ার প্রাক্তন এই ক্যাপ্টেনের।
৫. জো রুট, গড় ৫১.৫২

সাদা পোশাকে ক্রিকেট মাঠে ব্যাট চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করা জো রুট ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ড দলের জন্য অবদান রাখা শুরু করেন ২০১৬ সালের দিকে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ফলে টিম ম্যানেজম্যান্ট ওয়ানডে ফরম্যাটের দলে অন্তর্ভূক্ত করে তাঁকে। আর সুযোগ কাজে লাগিয়ে রুট এখন এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।
২০১৬ সালে একদিনের ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় ৬১.২৩, ৭০.২১, ৫৯.১৩। অন্যদিকে ২০১৭ সাল সফলতার সাথে শেষ করার পর ২০১৮ সালে এসে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার প্রস্তুতি সেরে ফেলেছেন প্রতিভাবান এই ক্রিকেটার।
৪. বাবর আজম, গড় ৫১.৫২

পাকিস্তানি ক্রিকেটভক্তরা বাবর আজমকে আখ্যা দিয়ে থাকেন ‘পাকিস্তানের বিরাট কোহলি’ হিসেবে। গত কয়েক বছর ধরে বাবরের ব্যাটে ভর করে অসংখ্য ম্যাচে জয়ের হাসি হেসেছে পাকিস্তান বিশেষ করে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭’তে তাঁর ব্যাট থেকে রান ফোয়ারা দেখেছে ক্রিকেট বিশ্ব।
বাবর আজম তাঁর ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৪ ম্যাচে ৫১.৫২ গড়ে ২২৬৭ রান করেছেন। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকলেও টি-২০ র্যাংকিংয়ে বাবর অবস্থান করছেন প্রথম স্থানে।
৩. আম্বাতি রাইডু, গড় ৫১.৬৪

টিম ইন্ডিয়ার দীর্ঘ দিনের মিডল অর্ডার সমস্যার সমাধান হয়ে এসেছেন আম্বাতি রাইডু। আইপিএল দিয়ে উত্থান হওয়া এই ক্রিকেটার ৫৪ ওয়ানডেতে ৫১.৬৪ গড়ে রান করেছেন ১৪৪৭। আন্তর্জাতিক ক্যারিয়ারের ছয় বছর পার করতে চললেও সম্প্রতি তাঁর ব্যাটে ধরা দিয়েছে রান। আগামী বিশ্বকাপের দলে জায়গা প্রায় নিশ্চিত হওয়া রাইডু ২০১৮ সালে ১টি সেঞ্চুরি এবং তিনটি ফিফটির সাহায্যে ৫৬ গড়ে রান করেছেন ৩৯২।
২. ফখর জামান, গড় ৫৭.৯৫

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হবার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানি ফখর জামানের। ওয়ানডে ফরম্যাটে ওপেনিং এই ব্যাটসম্যান ২৬ ম্যাচে রান করেছেন ৫৭.৯৫ গড়ে। তাঁর ব্যাটিং গড় কমে যাওয়ার সম্ভাবনা কম কেননা ওপেনিং পজিশনে ব্যাটিং করার ফলে রান করার একটা বাড়তি সুযোগ রয়েছে তাঁর সামনে।
গত চ্যম্পিয়ন্স ট্রফিতে বামহাতি এই ব্যাটসম্যানের ১০৬ বলে ১২৪ রানের ইনিংসে ভর করেই শিরোপার দেখা পায় পাকিস্তান। ২০১৭ সালে ৪৪.৪৪ গড়ে রান করলেও ২০১৮ সালে এই ব্যাটসম্যানের গড় বেড়ে দাঁড়ায় ৬৭.৩১। এখানে সহজেই অনুমেয় আগামী বছরগুলোতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এই ক্রিকেটার।
১. বিরাট কোহলি, গড় ৫৯.৮৪

বর্তমানে ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক গড় নিয়ে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন রয়েছেন এই তালিকার শীর্ষে। অন্যদিকে সর্বকালের সেরা গড় নিয়ে খেলা ব্যাটসম্যানদের তালিকায় রায়ান টেন্ডেসকাটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম রয়েছে রান মেশিন কোহলির।
২০০৮ সালে অভিষেক হবার পর থেকে ২১৬টি ওয়ানডে ম্যাচে ৫৯.৮৪ গড়ে নামের পাশে ১০,২৩২ রান লিখিয়েছেন কোহলি। ওয়ানডে ফরম্যাটে ৩৮টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ২০১৮ সালে ১৪ ম্যাচে ১৩৩.৫৬ গড়ে ১২০২ রান করেছেন।