যেকোনও বোলারের কাছেই এই বিষয়টি স্বপ্নের ন্যায়।নিজের প্রথম বলেই উইকেট তুলে নেওয়া, যা তার ক্রিকেট কেরিয়ারের একটি অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকে আজীবন। আজ এমনই পাঁচ ক্রিকেটারের কথা বলবো, যারা ওয়ানডে ম্যাচে প্রথম বলেই পেয়েছেন উইকেট।
৫. ইনজামাম -উল-হক
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ইনজামাম উল হক হলেন পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে একজন অন্যতম সেরা ব্যাটসম্যান।কিন্তু বোলার ইনজি’কে চেনেন কজন ? অথচ ওয়ানডে ম্যাচে করা নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন তিনি ! আর তার প্রথম শিকার ছিলেন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ব্রায়ান লারা !
১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে লারার স্কোর তখন ৪৫।উইকেটে ক্রমশ জেঁকে বসছেন তিনি।ঠিক সেই সময় তৎকালীন পাক অধিনায়ক ইমরান খান বল তুলে দেন বছর ২১ ‘এর ইনজামাম এর হাতে।প্রসঙ্গত সেটাই ছিলো ইনজি’র দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।তার প্রথম ডেলিভারিতে পাক উইকেট কিপার মইনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন লারা।