আইপিএলে ২০১৯ আসরের নিলাম বসতে যাচ্ছে ১৮ ডিসেম্বর। বিশ্বের তারকা সব ক্রিকেটারের মেলা বসতে যাওয়া এই টুর্নামেন্ট খেলার জন্য দেশি-বিদেশি মিলেয়ে আগ্রহ প্রকাশ করেছেন সহস্রাধিক ক্রিকেটার। যেখানে টেস্ট খেলুড়ে সব দেশের বাইরেও ছিল আইসিসির সহযোগী দেশের ক্রিকেটাররা।
বিশ্বের অন্যতম সেরা এই ঘরোয়া আসরে অংশ নেয়ার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের সব নামীদামী তারকারা। পাশাপাশি তুলনামূলক কম পরিচিত ক্রিকেটাররাও চান এই আসরে খেলে জাতীয় দলে জায়গা করে নেয়ার সাথে নিজেদের পকেট ভারী করার।
এবার দেখে নেয়া যাক এমনই ৫ জন ক্রিকেটারের তালিকা যাদের নাম আইপিএলের নিলামে থাকাটা অনেকটা বিস্ময়েরই জন্ম দিয়েছে।
৫. জেসন সঙ্গা
২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দানকারী জেসন সঙ্গা তাঁর দলকে নিয়ে গেছেন টুর্নামেন্টের ফাইনালে। আইসিসির এই বিশ্ব আসরে ৬ ম্যাচে ৩৮ এর বেশি গড়ে ২২৯ রান করে সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে ছিলেন তিনি। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৭ সালে অভিষেক হবার পর এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৪০৮ রান। যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৩৩ রানের।
আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও শুরু করতে না পারলেও প্রতিভাবান এই ব্যাটসম্যানকে অনেকেই আখ্যা দিচ্ছেন পরবর্তী ‘রিকি পন্টিং’ হিসেবে। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে সম্প্রতি তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাংহা।
ব্যাট হাতে নিজেকে প্রমাণ করা এই তরুণের জন্য আইপিএলে ভিত্তি মূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি। কোন ফ্র্যাঞ্চাইজি অজি এই ক্রিকেটারকে দলে ভেড়ায় তা জানা যাবে নিলামের পরেই।
৪. লুথো সিপামলা
দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার লুথো সিপামলা ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন একের পর এক ম্যাচে। এই গতি তারকা এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৬টি ম্যাচ। উইকেট সংখ্যার দিক থেকে তাঁর নামের পাশে রয়েছে ৪৩ যেখানে দুইবার চার উইকেট এবং দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন এই পেসার। এক ম্যাচে তাঁর সর্বোচ্চ উইকেট শিকার ৫৩ রানের বিনিময়ে ৫টি।
মাত্র ২০ বছর বয়সী এই গতি তারকা লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯টি ও টি-২০ ফরম্যাটে খেলেছেন ১২টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ আসর মাজানসি সুপার লিগে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন তাসওয়ান স্পার্টান্সের হয়ে আট ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি।
২০ লাখ রুপি ভিত্তি মূল্য থাকলেও আরও অধিক মূল্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি হয়তো তাঁকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করতে পারে।
৩. শেরফান রাদারফোর্ড

কানাডায় অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি-২০ লিগে ক্যারিবিয়ান এই তরুণের ৬৬ বলে ১৩৪ রানের ইনিংসটি ভুলে যাওয়ার মত নয়। ঐ টুর্নামেন্টে প্রায় ১৭৩ স্ট্রাইক রেটে ব্যাট চালানো এই ক্রিকেটার পুরো আসরে ২৩০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তৃতীয় স্থানে।
অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা ওয়ারিয়ার্সের জার্সি গায়ে সমান ১১টি চার এবং ছক্কার সাহায্যে খেলা ১৭১ রানের ইনিংসটি জানান দিচ্ছে কতটা বিধ্বংসী ব্যাট চালাতে পারেন তিনি।
একজন পরিপক্ক ব্যাটসম্যান হিসেবে রাদারফর্ডের নাম উচ্চারণ করা যেতে পারে ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানের দিকে তাকালে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ৩৫৪ রান ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ ম্যাচে ৩২১ রানই তাঁর পরিচয় তুলে ধরার জন্য যথেষ্ট। ৪০ লাখ রুপি ভিত্তি মূল্যের এই অলরাউন্ডার আইপিএলে হতে পারেন যেকোনো ফ্র্যাঞ্চাইজির বাজির ঘোড়া।
২. লুইস গ্রেগরি
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল সমারসেটের হয়ে বর্তমানে মাঠ মাতানো ২৬ বছর বয়সী গ্রেগরি ব্যাট কিংবা বল দুই দিক থেকেই প্রমাণ করেছেন নিজেকে। ২০০১ সালে টি-২০ ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৭৯টি ম্যাচ। তাঁর নামের পাশে উইকেট সংখ্যা ৭৫। পাশাপাশি ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৪২ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৭০ রান করেছেন তিনি।
ডানহাতি মিডিয়াম ফাস্ট বল করা এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৪ ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৮ উইকেট নিজের পকেটে পুরেছেন। আইপিএলের ২০১৯ আসরের নিলামে এই অপরিচিত অলরাউন্ডারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪০ লাখ রুপি। তবে শেষ পর্যন্ত কোনো দল তাঁকে নিজেদের তাবুতে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
১. ব্লেয়ার টিকার
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্লেয়ার টিকার মূলত একজন মিডিয়াম ফাস্ট বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯ উইকেট নেয়ার পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটেও নিয়েছেন ৩০ উইকেট। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারতের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচেও একাই নিয়েছেন ৭ উইকেট।
টি-২০ ফরম্যাটে ২১ ম্যাচে ৩৫ উইকেট নেয়া এই বোলার নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ আসর ‘সুপার স্ম্যাস টি-২০’ লিগে ২১ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। আইপিএল নিলামে ২০ লাখ রুপি ভিত্তি মূল্য থাকা এই ক্রিকেটারের দিকে হয়তো নজর পরতেও পারে কোনো ফ্যাঞ্চাইজির।