ইংল্যান্ডের তরুণ বোলার টম কুরান আসন্ন ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজটি মিস করবেন। আগামীকাল থেকে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের টি-টুয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ থেকে টম কুরানের খেলার কথা থাকলেও আজ ইনজুরিতে পরে দল থেকে ছিটকে গেছেন এই ইংলিশ বোলার। প্বার্শ টানের কারণে তিনি খেলতে পারবেননা, তার ইনজুরি রিপোর্ট থেকে জানা যায় আপাতত তাকে বিশ্রামে রাখতে হবে তাই দলের বাহিরে চলে গেলেন টম কুরান।
এই সিজনে টম কুরান ইংল্যান্ডের ঘরোয়া লীগ সারে’র হয়েও মাত্র ৪ টি ম্যাচ খেলতে পেরেছেন, তারা আগে তিনি কলকাতা নাইট রাইডারর্সের হয়ে খেলেছেন যার ফলে ইংল্যান্ড ক্রিকেট টিম তাকে স্বাগতম জানানোর অপেক্ষায় ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে শেষে দল থেকে ছিটকে পড়ায় অবশ্য তার অভাব অনুভব করবে ইংল্যান্ড।
এদিকে টম কুরান একজন খুব গুরুত্বপূর্ণ বোলার, ইংল্যান্ডের ঘরোয়া চ্যাম্পিয়নশিপে টি-২০ ব্লাস্ট ক্যাম্পইনের সদস্য পদ লাভ করেছেন। তার দল সারে সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, যদি কোনো অঘটন ২০০২ সালের পর প্রায় ১৬ বছর পর লীগে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তার দল। টম ইনজুরিতে পরে যাওয়ায় তার বদলে দুই দলে জায়গা পেয়েছেন তার ভাই সাম কুরান।
অন্যদিকে, সারে ও ইংল্যান্ড ক্রিকেট টিমের মেডিকেল স্টাপ ইতিমধ্যে টমের চিকিৎসা শুরু করে দিয়েছেন। তাদের একই প্রত্যাশা টম যতদ্রুত পারুক ফিরে আসুক দলে।
যদিও টি-২০ সিরিজে টমকে দলে পাবেনা ইংল্যান্ড তবে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পারফরমেন্স নজর কাঁড়ার মত, অস্ট্রেলিয়াকে ৫-০ তে হারিয়ে সিরিজ জিতেছে দলটি, ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট টিম ভালভাবে প্রস্তুতিও সেড়ে নিয়েছে, তাই টম কুরান ছাড়াও ভাল ফলাফল করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শেষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলবে এই দুই দল। টি-২০ ও ওয়ানডে সিরিজ শেষে, আগস্টের ১ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
টম কুরান সম্পর্কে জেনে নিন আরো তথ্য, দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুত বোলিং অলরাউন্ডার টম কুরান। ৫১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৯ এর কিছুটা বেশি গড়ে তাঁর সংগ্রহ ১৭১ উইকেট। এরই মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়ে গিয়েছে এই ২৩ বছর বয়সী এই ডান হাতি পেস বোলারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে হাজারের উপর রান করেছেন কুরান। তার টেস্ট অভিষেক হয়েছে গত বছর ২৬ শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ও ওয়ানডে অভিষেক হয়েছে গতবছর ২৯ শে সেপ্টেম্বর ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে।