INDvsASU: দ্বিতীয় টেস্টে জয়ের ধারা বজায় রাখতে হলে একটু ভিন্নভাবে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে 1

অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত জয় পেলেও ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। মাত্র ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়া ভারত দলের জন্য অবশ্য সন্তুষ্টির ব্যাপার অজিদের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসের পারদটা একটু উর্ধ্বমুখি করে রাখা।

অন্যদিকে অ্যাডিলেইডে টিম ইন্ডিয়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো হয়েছে সেগুলো কাটিয়ে উঠতে না পারলে সিরিজের বাকি ম্যাচগুলোতে থাকতে হতে পারে জয়শূন্য।

টেস্টে অজিদের বিপক্ষে সিরিজ জয় করতে হলে যে তিনটি জায়গায় টিম ইন্ডিয়াকে বাড়তি নজর দিতে হবে সেগুলো এবার দেখে নেয়া যাক।

১.অস্ট্রেলিয়ানদের লোয়ার অর্ডার নিয়ে বিশেষ পরিকল্পনা

INDvsASU: দ্বিতীয় টেস্টে জয়ের ধারা বজায় রাখতে হলে একটু ভিন্নভাবে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে 2

ঘুরেফিরে আবারও সামনে আসছে ইংল্যনাডের বিপক্ষে সিরিজের বাজে পারফরম্যান্স। কেননা ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের বাজে পারফরম্যান্সের অন্যতম একটি কারণ ছিল ইংলিশদের লোয়ার অর্ডার ভাঙতে না পারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও ভারতীয় বোলারদের মধ্যে সেই দুর্বলতা লক্ষ্য করা যায়। ফলে লোয়ার অর্ডারের দৃঢ়তায় অজিরা ম্যাচ হারে জয়ের খুব কাছে গিয়ে।

আগামী ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় বোলিং ইউনিটের এই অংশটা নিয়ে বাড়তি পরিকল্পনা করা যেতে পারে। এক্ষেত্রে প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি বাড়তি জ্বালানি হিসেবে কাজ করবে কোহলি বাহিনীর।

২. ধৈর্যশীল ব্যাটিং

INDvsASU: দ্বিতীয় টেস্টে জয়ের ধারা বজায় রাখতে হলে একটু ভিন্নভাবে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে 3

অ্যাডিলেইডের উইকেট সকালে ব্যাটসম্যানদের পক্ষে থাকলেও সময় গড়ানোর সাথে সাথে তা যেন হয়ে উঠে দুর্বোদ্ধ। ফলে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা হারায় রান তোলার গতি। উপমহাদের পিচ থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী পিচে অবশ্য উজ্জ্বল ছিলেন পূজারা। ধৈর্যের পরীক্ষা দেয়া এই ব্যাটসম্যানকে তাই অনুসরণ করা যেতে পারে দ্বিতীয় টেস্টে। অজিদের শক্ত বোলিং ইউনিটের বিপক্ষে তাঁদেরই মাটিতে কাজটা যদিও একটু কঠিন হতে পারে।

৩. সঠিক নির্বাচন

INDvsASU: দ্বিতীয় টেস্টে জয়ের ধারা বজায় রাখতে হলে একটু ভিন্নভাবে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে 4

একাদশ সাজানোর ক্ষেত্রে টিম ইন্ডিয়ার নির্বাচকরা আবারও প্রমাণ দিয়েছেন ব্যর্থতার। মাঠে কোন একাদশ নামবে সেটার যথার্থ নির্বাচন না থাকলে দ্বিতীয় ম্যাচের ফল যেতে পারে বিপক্ষে।

সংক্ষিপ্ত ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে প্রথম টেস্টে একাদশে রাখা হয়েছিল। যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা একে একে প্যাভিলিয়নের পথ ধরছিলেন সেই মুহূর্তে লম্বা শট খেলে আবারও প্রমাণ করেন এই ফরম্যাটে বেমানান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দেয়া হনুমা বিহারীকে রাখা যেতে পারে একাদশে। অন্যদিকে বিজয় কিংবা রাহুলের পরিবর্তে একাদশে নাম রাখা যেতে পারে তরুণ পৃথ্বী শ’র।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *