গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে পাঁচ উইকেটে হেরে আবারও হারের রাস্তায় গিয়ে নামল চেন্নাই সুপার কিংস। কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করল চেন্নাইয়ের স্ট্র্যাটেজি নিয়ে। শারজাহের মত ছোট মাঠে, যেখানে রান তোলা কার্যত সহজ, সেখানে প্রথমে ব্যাট করেও হারের সম্মুখীন হল চেন্নাই সুপার কিংস। আর এই নিয়ে একাধিক বিশ্লেষণ সামনে উঠে এসেছে।
বিশেষজ্ঞদের একাধিক মত থাকলেও মূলত তিনটি মত সকলেরই কাছে সমান। এই তিনটি বড় ভুলের জন্য জয়ের কাছে গিয়েও হারের সম্মুখীন হয়েছে তিন বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। দেখে নেওয়া যাক, মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট কোন তিনটি বড় ভুল করেছে।
১. শারজায় অতিরিক্ত একটি বোলার না খেলানো
এবারের আইপিএল এ দেখা গিয়েছে, প্রতিটি দলই শারজার ছোট বাউন্ডারিকে লক্ষ্য করে বড় বড় রান তুলে ফেলে। যার জেরে সাম্প্রতিক সময়ে টিমগুলি অতিরিক্ত একটি বোলার খেলায়, যাতে কোনও বোলার মার খেলে তার ভরণ পোষণ করে দেবেন সেই অতিরিক্ত বোলার। কিন্তু চেন্নাই সুপার কিংস সেই ভুলটি করল। পীযুষ চাওলার মত অভিজ্ঞ লেগ স্পিনারকে বসিয়ে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে কেদার যাদবকে খেলাল তারা। মাত্র চার উইকেট পড়ার দরুণ কেদার যাদব ব্যাট করারই সুযোগ পেলেন না। পাশাপাশি ডোয়েন ব্রাভো চোট পাওয়ার পর সেই অতিরিক্ত বোলারের অভাব স্পষ্টভাবে ভুগছিলেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২. ব্যাটিংয়ে অতি স্লথ শুরু
এবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংসের একটি বড়সড় সমস্যা হচ্ছে অত্যন্ত ধীরগতিতে তারা শুরু করে। পাওয়ার প্লেতে মাত্র দুটি ফিল্ডার বাউন্ডারিতে থাকলেও তার সুবিধা নিতে পারছেন না চেন্নাইয়ের ওপেনার ও টপ অর্ডার। গতকাল স্যাম কারানকে ওপেনিংয়ে নামিয়ে ফাটকা লাগানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চেন্নাই টিম ম্যানেজমেন্ট। এরপর অত্যন্ত স্লথগতিতে ব্যাটিং করতে থাকেন ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন এবং অম্বাতি রায়ডু। নয় ওভারে চেন্নাই সুপার কিংসের রান ছিল মাত্র ৫৬, যা শারজার তুলনায় অনেক কম রান। এই সমস্যাটি ভুগিয়েছে চেন্নাইকে, যার জেরে প্রয়োজনের তুলনায় কিছুটা কম রানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।
৩. দূর্বল ফিল্ডিং
শারজার মত ছোট মাঠে ১৮০ রান ডিফেন্ড করতে গেলে অত্যন্ত ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও জরুরি। তবে একটি পার্ট সম্পন্ন হলেও আর একটি পার্টে একেবারে ব্যর্থ চেন্নাই সুপার কিংস। বোলিং বিভাগে ভালো পারফর্ম করলেও ফিল্ডিংয়ে একাধিক মিস করেন চেন্নাই সুপার কিংসের বয়স্ক ক্রিকেটাররা।