১.সূর্য কুমার যাদব
মুম্বাইয়ের মিডল অর্ডার এই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে নজরে রয়েছে ভারতীয় নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে একাধিক সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ম্যাচ বের করে এনেছিলেন তিনি, শুধু তাই নয় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়েও কার্যকারী ভূমিকা নিতে দেখা গেছে তাকে,রোহিতের দলের হয়ে বেশ কিছু ম্যাচে জয় এনে দিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
মনে করা হচ্ছে আগামী সাউথ আফ্রিকা সিরিজ ক্রিকেট বোর্ড বিশ্রামে পাঠাতে পারেন কেদার যাদব কে সে ক্ষেত্রে দলে আসতে পারেন সূর্যকুমার যাদব।
এর আগে কেদার যাদব কে বিরাট কোহলি দলে ব্যবহার করেছিলেন একজন ব্যাটসম্যান হিসেবে ,তাকে বোলিং করার সেরকম একটা সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও ব্যাট হাতে বিশেষ কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি কেদার ।তাই মনে করা হচ্ছে এক্ষেত্রে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব।
এখনো অব্দি ৯৩ টি লিস্ট ” এ ” ম্যাচ খেলেছেন সূর্যকুমার ।তাতে ৯৯.৬৩ গড়ে তার রান সংখ্যা ২৪৪৭। সীমিত ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স রীতিমত প্রশংসনীয় এক্ষেত্রে তিনি করেছেন ৩০১২ রান ,১৩৯.১২ স্ট্রাইক রেটে।