সিডনি টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন এই তারকা পেসার 1

ভারতীয় শিবিরে এই মুহুর্তে জোর আশঙ্কা, আদৌ আইসোলেশনে থাকা পাঁচ ক্রিকেটার খেলতে পারবেন কিনা তৃতীয় টেস্টে। এই অবস্থায় এবার বিপক্ষ শিবিরে এল খারাপ খবর। একেই চোট আঘাতে জর্জরিত হয়ে মিনি হাসপাতালে পরিণত হয়েছিল অস্ট্রেলিয়া শিবির। ডেভিড ওয়ার্নার এবং উইল পুকোভস্কির আগমণে যখন ভাবা হচ্ছিল যে পূর্ণাঙ্গ দল নিয়ে নামবে অস্ট্রেলিয়া, তখনই বড়সড় ধাক্কা খেল তারা।

সিডনি টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন এই তারকা পেসার 2

আসন্ন সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা অসি পেসার জেমস প্যাটিনসন। ৩০ বছরের এই পেসার অস্ট্রেলিয়ার দলে ব্যাকআপ পেসার হিসেবে ছিলেন। কিন্তু এবার সেই খেলোয়াড় পেয়ে গেলেন চোট। এই নিয়ে সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে।

সিডনি টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন এই তারকা পেসার 3

একটি বিবৃতির মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আসন্ন তৃতীয় টেস্ট থেকে বেরিয়ে গেলেন জেমস প্যাটিনসন। মূলত পাঁজরের চোটের জন্যই বেরিয়েছেন। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, “মেলবোর্ন হাব থেকে বেড়িয়ে অনুমোদিত লিভে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন নিজের বাড়িতে, আর এর জেরে পাঁজরে আঘাত পেয়েছেন প্যাটিনসন। ফলে তৃতীয় টেস্টের জন্য ছিটকে গেলেন এই পেসার।”

যদিও প্যাটিনসনের পরিবর্ত এখনই আনতে চাইছে না অস্ট্রেলিয়া। আসন্ন ব্রিসবেন টেস্টে প্যাটিনসনকে দলে রাখতে চাইছে তারা। এই নিয়ে তারা বিবৃতিতে জানিয়েছে, “এবার ওনার কোনও পরিবর্ত কড়া হবে না এবং পরবর্তী সময়ে ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে যাতে ব্রিসবেন টেস্টে তাকে রাখা হয়।”

সিডনি টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন এই তারকা পেসার 4

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলে ব্যাকআপ পেসার হিসেবে রয়েছেন মাইকেল নেসের এবং শন অ্যাবট। আর এর ফলে প্যাটিনসনের পরিবর্ত এখনই আনতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন জেমস প্যাটিনসন, এবং বেশ সাফল্য পেয়েছিলেন। যদিও মিচেল স্টার্ক, জশ হেজলউড এবং প্যাট কামিন্সের তারকাখচিত পেস ত্রয়ীর জায়গায় সুযোগ পাননি জেমস প্যাটিনসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *