শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ। চার ম্যাচ টেস্ট সিরিজের উদ্বোধনী টেস্ট থেকে শুরু করে সবকয়টি ম্যাচ যে হবে জমজামাট এক লড়াই তার আভাস পাওয়া যাচ্ছে আগে থেকেই। বিভিন্ন ক্রিকেট বোদ্ধারা নিজের মত করে বিশ্লেষণ করছেন দুই দলের জয় পরাজয়ের হিসেবে। আর এই কাতারে এবার যোগ দিলেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ দু’প্লেসিস।
দক্ষিণ আফ্রিকার এই অধিনায়কের মতে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে ভারতীয় বোলাররা। অন্যদিকে ইংল্যান্ড সফরে ভারতীয় বোলারদের পারফরম্যান্সকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
“ইংল্যান্ড সফরে ভারতীয় দলের দুইজন পেস বোলার ইনজুরিতে ছিল, যদি আবারও তাঁরা ইনজুরিতে পড়ে তাহলে অজি দলের জন্য এটা একটি বাড়তি সুবিধা। তবে যদি তাঁরা নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা দুই দলেরই সমান সমান থাকবে।”
সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় পেসাররা ঢেলে দিয়েছেন নিজেদের সেরাটা, সাফল্যও পেয়েছেন। অন্যদিকে প্রোটিয়া ও ইংলিশদের বিপক্ষে হারের কারণ যে ছিল ব্যাটিং ব্যর্থতা সেটাও ছিল স্পষ্ট। দক্ষিণ আফ্রিকায় মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমাররা তাঁদের গতিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করে তিন ম্যাচে নিয়েছেন ৫০ উইকেট। পাশপাশি ইংল্যান্ডের বিপক্ষে ভিনদেশী কন্ডিশনে বল করেও পেসারদের দখলে রয়েছে ৬১ উইকেট।
দু’প্লেসিসের মতে ম্যাচে ব্যাটিংয়ের চেয়ে বেশি প্রভাব বিস্তার করবে বোলাররা। এক্ষেত্রে বোলারদেরকেই অধিক গুরুত্বের চোখে দেখছেন প্রোটিয়া তারকা। তিনি বলেন, “আমার মনে হয় ভারত বেশ আত্মবিশ্বাসী কেননা এখানে তাঁরা বাড়তি সুবিধা পাবে। প্রথমত অজি দলের দুই তারকা ব্যাটসম্যান দলের বাইরে (ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ)।”
তিনি আরও যোগ করেন, “তাঁরা প্রথমবারের মত পেস আক্রমণের মাধ্যমে আস্থার প্রতিদান দিয়ে সারা বিশ্বের কন্ডিশনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হচ্ছে। কিন্তু আমি তাঁদের দলে খুঁজে পেয়েছি এমন তিন-চারজন পেস বোলার যারা ১৪০ এর বেশি গতিতে আক্রমণ করতে পারে।”
৬ ডিসেম্বর শুরু হওয়া চার ম্যাচ টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিবে দুই দল।