ভারতীয় ক্রিকেটের নয়া তারকা টি নটরাজনকে নিয়ে উচ্ছ্বাসিত এই কিংবদন্তী ভারতীয় পেসার 1

কয়েক দিন আগে তৃতীয় ওয়ানডে ভারতীয় দলের হয়ে ডেবিউ করেন বাঁ হাতি পেসার টি নটরাজন। আইপিএল এ দুর্দান্ত পারফর্মেন্সের জেরে প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশে জায়গাও করে নিয়েছেন নটরাজন। এবারের আইপিএল এ সব থেকে বেশি ইয়র্কার মারার রেকর্ড করেছেন নটরাজন, এবং রশিদ খানের পর এই মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন নটরাজন।

T Natarajan makes India ODI debut in Australia, completes dream journey  from Chinnapampatti to Canberra - Sports News

গত ওয়ানডে ম্যাচে ১০ ওভারে ৭০ রান রান খেলেও মার্নাস লাবুশানে এবং অ্যাস্টন আগারের মত দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন নটরাজন। গত কয়েক বছর ধরে ভারতীয় দল কোনও ভালো বাঁ হাতি পেসার পাচ্ছিল না। জাহির খান, আশিস নেহরা, আর পি সিং এবং ইরফান পাঠানের পর সেরকম ভাবে কেউ ভারতীয় দলে টিকতে পারেননি, কিন্তু নটরাজনের মধ্যে সেই সম্ভাবনা দেখছেন অনেকেই।

Watch: T Natarajan sends Marnus Labuschagne back to pavilion for his first  international wicket | Sports News,The Indian Express

এবার টি নটরাজনকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছেন কিংবদন্তী ভারতীয় পেসার কার্সন ঘাউড়ি। বাঁ হাতি এই প্রাক্তন পেসার মনে করেন, বিরাট কোহলির অধিনায়কত্বে নটরাজন ভারতের হয়ে একজন ম্যাচ উইনার হিসেবে উঠে আসবেন। এই নিয়ে জনপ্রিয় সংবাদ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঘাউড়ি বলেছেন, “যেভাবে জাহির খান সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে পারফর্ম করেছেন, সেরকমই বিরাট কোহলির অধিনায়কত্বে নটরাজন ভালো খেলতে পারবেন। কোহলি একজন ভালো নেতা এবং আমি নিশ্চিত যে নটরাজনকে অনুপ্রাণিত করে ওনাকে আরো ভালো করার সুযোগ দেবেন। ওনার কেরিয়ারে উনি যত এগোবেন এবং ধারাবাহিক পারফর্মেন্সের সাথে খেলতে পারেন, তাহলে নটরাজন ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলে যেতে পারবেন। ভারতের হয়ে উনি একজন দারুণ প্রতিভা।”

Karsan Ghavri Heaps High Praise On The Indian Fast Bowling Attack; Hails It  As The Best In The World

এরপর নটরাজনের ইয়র্কার দেওয়ার ক্ষমতার প্রতি প্রশংসা করে ঘাউড়ি বলেছেন, “নটরাজনের সব থেকে ভালো যে বিষয়টা লাগে সেটি হল ওনার ইয়র্কার বল করার ক্ষমতা, বিশেষত ডেথ ওভারে। ওনার মধ্যে সেই সকল ক্ষমতা রয়েছে যা একজন বাঁ হাতি পেসারের প্রয়োজন। আমি জানি নটরাজন প্রচুর রান খেয়েছেন কিন্তু পাশাপাশি উইকেটও তুলেছেন। ডেথ ওভারে উনি প্রচুর ইয়র্কার মেরেছেন। আর ওটাই রানের গতিকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছিল। ওনার ডেবিউ ম্যাচে ওনাকে বেশ ভালো লেগেছে আমার। আমি নিশ্চিত উনি আরও অনেক দূর এগোবেন।”

Everyone was asking questions when I picked T Natarajan in KXIP squad:  Virender Sehwag

সবশেষে, নটরাজনকে ফিটনেসের দিকে মন দেওয়ার পরামর্শও দেন ঘাউড়ি। তিনি বলেছেন, “আমি শুধু ওনাকে পরামর্শ দেব যাতে উনি নিজের ফিটনেস লেভেল ভালো রাখতে পারেন। যদি নটরাজন এমনটা করতে পারেন, তাহলে উনি ভারতীয় দলে অনেক দিন খেলতে পারবেন। ভারতীয় দলে বাঁ হাতি বোলারের অভাবটা উনি পূরণ করতে পারবেন।” 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *