চলতি বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় দলের হয়ে একাধিক ক্রিকেটার নিজেদের টেস্ট অভিষেক ঘটিয়েছেন। মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, টি নটরাজন, শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দর – অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা দীর্ঘ। এবং এনারা প্রত্যেকেই সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেছেন। ফলে বলাই যায়, ভারতীয় ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চও অত্যন্ত শক্তিশালী।
এদিকে চলতি চতুর্থ টেস্টে বেশ ভালো বল করেছেন তামিলনাড়ুর পেসার টি নটরাজন। একজন নেট বোলার হিসেবে ভারতীয় দলে এসে বর্তমানে প্রতিটি ফর্ম্যাটের অভিষেক করে ফেলেছেন ভারতীয় দলের হয়ে। এই অবস্থায় টি নটরাজনের উপর আশা রাখছেন অনেকেই। ভবিষ্যতে ভারতের তারকাখচিত পেস ব্রিগেডকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন নটরাজন, এমনই আশা করছেন অনেকেই।
এবার টি নটরাজনকে নিয়ে বেশ আশাজনক বার্তা দিলেন ভারতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড় রোহিত শর্মা। পরিকল্পনা অনুযায়ীই বল করেছেন নটরাজন, আর সেই কারণে আগামী দিনে ভারতীয় টেস্ট দলের অন্যতম সম্পদ হয়ে উঠবেন নটরাজন, এমনটাই মনে করেন দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নটরাজনের সম্বন্ধে এই প্রশংসা করেন ভারতীয় দলের হিটম্যান।
এই নিয়ে রোহিত শর্মা বলেছেন, “নটরাজন আমাদের কাছে একজন উজ্জ্বল প্রতিভা, ভারতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে উনি বেশ ভালো শৃঙ্খলা দেখিয়েছেন। একটি ভালো আইপিএল সেরে তিনি এসেছেন এবং সেই আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে খেলেছেন। আর তারপর এমন একটি টেস্ট ম্যাচ আসা, যেখানে তিনি নিজের প্রথম স্পেলে বেশ সঠিক জায়গায় বল করছিলেন। এমন একজন যিনি নিজের প্রথম টেস্ট খেলছেন, আমরা বলতেই পারি যে উনি বুঝতে পারছেন যে উনি ভালো বোলিং করছেন। নটরাজন সেটিই করছেন যা ওনার থেকে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আমার মনে হয় উনি একজন দারুণ প্রতিভা হবেন আমাদের জন্য।”
প্রথম ইনিংসে ৭৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার নটরাজন। যার মধ্যে তিনি আউট করেন একেবারে সেট হয়ে যাওয়া দুই অসি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে এবং ম্যাথু ওয়েডকে। আর শেষে জস হেজলউডকে আউট করেন নটরাজন।