সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ভারতীয় শিবিরে শুরু হয়েছে চোট আঘাতের সমস্যা। একের পর এক খেলোয়াড় খেলার মাঝে কিংবা বিরতির সময়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও সিরিজ জিতে ফিরেছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তবে তার আগেই দুঃসংবাদ এল ভারতীয় শিবিরে। আবারও চোট আঘাতে জর্জরিত হল ভারতীয় ব্রিগেড।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত অস্ট্রেলিয়া সফরে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার দরুণ বাকি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন জাদেজা। আর সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ থেকে বেরিয়ে গেলেন এই সুপারস্টার ভারতীয় ক্রিকেটার।

এই নিয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতাকারে বিসিসিআই এর এক সূত্র জানিয়েছে এমনই খারাপ খবর। টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়ানডে ও টি২০ সিরিজে জাদেজাকে নেওয়া হবে কিনা, সে নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা। এই নিয়ে বিসিসিআই এর সেই সূত্র বলেছেন, “আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং পুরোপুরি সুস্থ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। আদৌ জাদেজাকে শর্ট ফর্ম্যাটে সুযোগ দেওয়া হবে কিনা, সেই নিয়ে নির্বাচকরা পরে সিদ্ধান্ত নেবেন।”
আগামী ২৭ জানুয়ারি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সেখানে পৌছে তিন দিনের কড়া কোয়ারেন্টিনে থাকতে হবে, তার পর জিম ও অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারবে ক্রিকেটাররা।