কপিল দেবের পর তৈরী হচ্ছে এই মহান ক্রিকেটারের বায়োপিক ! 1

সাম্প্রতিক সময় একাধিক ক্রিকেটারের” বায়োপিক ” আমরা দেখেছিলাম বলিউডে। ধোনি,শচীন তেন্ডুলকর এবং সম্প্রতি দ্রুত নির্মিত হতে চলা কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ এর বিশ্বকাপ জয় অবলম্বনে তৈরী হওয়া ছবি ” ৮৩ “। এইবার খুব শ্রীঘ্রই শুরু হতে চলেছে কিংবদন্তী শ্রীলঙ্কান ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জীবন আধারিত ছবি। শ্রীলঙ্কার অন‍্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে তৈরী হওয়া এই ছবিতে দেখা যাবে অর্জুন রনতুঙ্গা,অরবিন্দ দা সিলভা,রোসান মাহানামা, হাসান তিলকরত্নে,সনৎ জয়সূর্য, শচীন তেন্ডুলকর এবং আম্পায়ার ডারেল হেয়ারকে।

কপিল দেবের পর তৈরী হচ্ছে এই মহান ক্রিকেটারের বায়োপিক ! 2

শচীন কে ছবিতে একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে , সম্প্রতি এমনটাই জানালেন সেতুবন্ধন, ” বিশ্বের অন‍্যতম শ্রেষ্ঠ ব‍্যাটসম‍্যান শচীন তেন্ডুলকর অন‍্যদিকে অন‍্যতম শ্রেষ্ঠ বোলার মুথাইয়া মুরলী ধরন, দুজনের কেরিয়ার এগিয়েছে একসাথে পাশাপাশি ,তাই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন শচীন, তা বলাইবাহুল‍্য।”

অভিনেতা বিজয় সেতুপতি, যাকে শেষ বারের মতো দেখা গেছে ” সিন্ধুবধ ” ছবিতে,তাকেই অভিনয় করতে দেখা যেতে চলেছে মুরলীধরনের চরিত্রে এমনটাই শোনা গেছে।সূত্রের খব‍র অনুযায়ী এই ছবির নাম হতে চলেছে ” ৮০০ “। কারণ এখনো অবধি একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ড আছে মুরলীধরনের দখলে।তারকা ক্রিকেটারের ছোটবেলা থেকে তার পরবর্তী জীবনের ” স্ট্রাগল ” সবটাই উঠে আসতে চলেছে এই ছবির মধ্যে দিয়ে।

কপিল দেবের পর তৈরী হচ্ছে এই মহান ক্রিকেটারের বায়োপিক ! 3

শুধুমাত্র ক্রিকেট জীবন নয়, পাশাপাশি মুরলীর ব‍্যক্তিগত জীবন এবং পরিবারের কথাও উঠে আসতে চলেছে এই ছবির মধ্যে দিয়ে এমনটাই সূত্রের খবর।গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে চলেছে মুরলীধরনের স্ত্রী “মাধি”।ক্রিকেটারের জীবনে একাধিক কঠিন সময় তার পাশে স্তম্ভ হয়ে থেকেছেন তার স্ত্রী। তাই ছবিতে তার চরিত্রটিও সমান গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হবে এমনটাই সূত্রের খবর।

দেশের জার্সি গায়ে সব মিলিয়ে ১৩০ টি টেস্ট ম‍্যাচ এবং ৩৫০ টি একদিবসীয় ম‍্যাচ খেলতে দেখা গেছে মুরলীধরন। টেস্টে ৮০০ উইকেট নেওয়ার পাশাপাশি একদিবসীয় ক্রিকেটে ৫৩৪ টি উইকেট রয়েছে এই কিংবদন্তী স্পিনারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *